শেষের পাতা
হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারসমপ্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, সমপ্রতি শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল-সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন। বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন। ডিসি বলেন, শনিবার ও রোববার দুপুর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই কুচক্রী মহলের ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেয়ার জন্য তৎপর রয়েছে ডিএমপি। এসব অপকর্মের উস্কানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এরা দেশদ্রোহী এদেরকে দেশদ্রোহীর মামলায় আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক
Thanks, Bangladesh Police.
এরা দেশদ্রোহী এদেরকে দেশদ্রোহীর মামলায় আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক
এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করা হউক। ধন্যবাদ।
Since Mr Trump became the president elect there have been taking place serious schisms in the Democratic party. The champagne socialists are going to be lambasted and are going to be ousted from the party - and replaced by real socialists who will look after the interests of everybody including the working class/poor people of the US.
তোমার জন্য বাংলাদেশে গুয়ান্তনামো কারাগার প্রস্তুত আছে। আস চান মনি। গানের শুরুে বলতে হয় তোমাকেই খুজজে বাংলাদেশ।
এসব বদমায়েশদের বিরুদ্ধে সর্বোচ্ছ কঠোরতা প্রদর্শন করা অতীব জরুরী।এরা টাকার লোভে এসব করছে।
এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন