ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিরাজগঞ্জে বিএনপি’র ১২ নেতাকর্মীর জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, সোমবার

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১২ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ বিএনপি নেতাদের জামিন মঞ্জুর করেন। আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন- কাজীপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু ও নাসির উদ্দিন রতন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদার, সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সভাপতি দোলা সরকার, জেলা যুবদলের সহ-সভাপতি মনসিন রেজা বিপ্লব, কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, নিশ্চিন্তপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিলু, সোনামুখী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু, বিএনপি কর্মী আশাদুল ইসলাম। 
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী। বিভিন্ন সময়ে সরকার ও রাষ্ট্রবিরোধী কথাবার্তা জনসাধারণের মধ্যে বলে বেড়ায়। বিএনপি’র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ২০২২ সালের ২৮শে নভেম্বর রাতে আসামিরা মিটিং করছিল। এ সময় মামলার বাদী (কাজীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক) আবু সায়েম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল। তারা উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজার বাড়ির সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় আবু সায়েম বাদী হয়ে কাজীপুর উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৪ নেতাকর্মীকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেন।
এই মামলায় বিএনপি’র নেতাকর্মীরা গত ২৭শে অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। আজ তাদের জামিন দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status