খেলা
ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি চান মোস্তাফিজ
স্পোর্টস রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারশারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরের গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমান চাইছেন দলের সঙ্গে না যেতে। ইতোমধ্যে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর দরখাস্তও দিয়েছেন এই পেসার। মোস্তাফিজ ছুটির কারণ হিসেবে উল্লেখ করেছেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকা। তবে তার ছুটির ব্যাপারে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ক্যারিবিয় সফরে বাংলাদশে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে। মোস্তাফিজ টেস্ট না খেলায় সেই সফরে সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য। এরিমধ্যে টেস্ট সিরিজে খেলতে পারছে না মুশফিকুর রহীম। ১৫ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফর। ২২ ও ৩০ নভেম্বর দুটি টেস্টে। ৮, ১০ ও ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে। এরপর ১৬, ১৮ ও ২০ তারিখ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।