ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, সোমবার
mzamin

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো পাকিস্তান । পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় ‘মেন ইন গ্রিন’। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। অস্ট্রেলিয়ার মাটিতে সব সংস্করণ মিলিয়ে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়। শেষবার জিতেছিল ২০০২ সালের জুনে। তৃতীয় ওয়ানডেতে টসে জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিংয়ে নামে। পাকিস্তানের চার  পেসারের তোপে ৩১.৫ ওভারে ১৪০ রানে গুঁড়িয়ে যায় স্বাগতিকদের ইনিংস। আগের ম্যাচের রেকর্ড ভেঙে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটাই এখন তাদের দলীয় সর্বনিম্ন। দ্বিতীয় ওয়ানডেতে অজিরা অলআউট হয় ৩৫ ওভারে ১৬৩ রানে। 

ম্যাচের ফল সাইম আইউব ও আবদুল্লাহ শফিকের ৮৪ রানের উদ্বোধনী জুটিতেই নিশ্চিত হয়ে যায়। সাইম করেন ৪২ এবং শফিক ৩৭ রান। ১ রানের মধ্যে দুই ওপেনার ফিরলেও ৫৮ অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে জয়ের কাছে পৌঁছে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৩টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। হারিস রউফ দুই ও  মোহাম্মদ হাসনাইন নেন ১ উইকেট। অজি তারকা কুপার কনোলির অভিষেকটা হলো হতাশার। বলের আঘাতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ২১ বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার।

ম্যাচে ২৪ রানে ২ উইকেট নেয়া হারিস রউফ হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। কারণ তিনি ওপেনার ম্যাথু শর্টকে ফিরিয়ে শুরুটা করেন। এবং দলের অন্যতম স্তম্ভ গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান ০ রানে। প্লেয়ার অব দ্য সিরিজও হন রউফ। সিরিজে তিনি ১০ উইকেট নিয়ে ২২ বছর পর দ্বিতীয় জয় তুলে নেন অজিদের মাটিতে। আগের ম্যাচে একাই ৫ উইকেট নেন তিনি। সিরিজে তার শিকার ১০ উইকেট।
তারকাদের প্রতিক্রিয়া

দল হিসেবে পাকিস্তান বেশ কিছুদিন ভালো করতে পারেনি। শেষ বিশ্বকাপে বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকে। এরপর থেকে পাকিস্তান বেশ সমালোচনার মুখে পড়েছিল। খেলোয়াড়েরা সমালোচনায় জড়িয়েছেন। বিতর্কে জড়িয়েছেন কখনো মাঠে, কখনো মাঠের বাইরে। এই জয় দলটিকে দারুণ আত্মবিশ্বাস এনে দেবে বলে বিশ্বাস ওয়াসিম আকরামের। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক রিজওয়ানদের প্রশংসা করে এক্সে লিখেন, ‘অভিনন্দন টিম পাকিস্তান, ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো বড় এক অর্জন। এই সিরিজে ধারাভাষ্য দিতে পেরে আমি গর্ববোধ করছি। এই জয় খেলোয়াড়দের, নতুন অধিনায়ক ও ক্রিকেট বোর্ড-সমর্থকদের অনেক আত্মবিশ্বাস দেবে। এটা পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি বাড়াবে।’

সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন বলেন, ‘পাকিস্তানের খেলোয়াড়দের নিয়ে সমস্ত নেতিবাচক কথাবার্তা বন্ধ করা উচিত। প্রতিভাবান খেলোয়াড়দের তাদের স্কিল দেখানোর সুযোগ করে দিলেই ওরা দারুণ করবে। রাজনীতি পাশে সরিয়ে ক্রিকেটকে কথা বলতে দিন।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের জন্য টিম পাকিস্তানকে অভিনন্দন। দারুণ করেছো তোমরা। তোমাদের নিয়ে গর্বিত।’
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩১.৫ ওভারে ১৪০ ( ম্যাথু শর্ট ২২, সিন এবোট ৩০; রউফ ২/২৪, আফ্রিদি ৩/৩২)।
পাকিস্তান: ২৬.৫ ওভারে ১৪৩/২ (সায়েম আইউব ৪২, শফিক ৩৭; ল্যান্স মরিস ২/২৪)।
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হারিস রউফ।
৩ ম্যাচের সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
সিরিজ সেরা: হারিস রউফ

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status