খেলা
ডিসেম্বরে জাতীয় লীগ টি-টোয়েন্টি, থাকছেন না শান্ত-লিটনরা
স্পোর্টস রিপোর্টার
১০ নভেম্বর ২০২৪, রবিবারবিপিএলই বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি ঘরোয়া টুর্নামেন্ট। এই সংস্করণে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের আলোচনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে সেটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আগামী ১১ই ডিসেম্বর পর্দা উঠবে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের। আর ২৩শে ডিসেম্বর শেষ হবে এটি। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট আট দল। ২৯ ম্যাচের ‘জাতীয় লীগ টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে ৭টি করে, দুই ফাইনালিস্ট দল পাবে ৮টি করে ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। আর ফাইনাল ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এটি শেষ হওয়ার এক সপ্তাহ পর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। তবে প্রথমবারের মতো হতে যাওয়া এনসিএল টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাদের পাওয়া যাবে না। কারণ, ওই সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে জাতীয় দল। সেখানে ওয়ানডে সিরিজ আগেই শেষ হয়ে যাবে তাই মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারেন। ১৫ই ডিসেম্বর শুরু হবে শুরু টি-টোয়েন্টি সিরিজ। তাই এনসিএল টুর্নামেন্টে খেলতে পারবেন না নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসরা।