বাংলারজমিন
মৌলভীবাজার বিএনপি’র বর্ণাঢ্য শোভাযাত্রা
ইমাদ উদ দীন, মৌলভীবাজার থেকে
১০ নভেম্বর ২০২৪, রবিবারদীর্ঘদিন পর ছন্দে ফিরেছে দ্বন্দ্বে থাকা মৌলভীবাজার জেলা বিএনপি। প্রাণচাঞ্চল্য ফিরেছে সাংগঠনিক কার্যক্রমে। জেলা-উপজেলাসহ তৃণমূলের নেতাকর্মীরাও উৎফুল্ল। এমন দৃশ্য দেখা গেল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর জেলা শহরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভার কর্মসূচি পালনে। এর আগের দিন ৭ই নভেম্বরও ঐক্যবদ্ধ হয়ে একই মঞ্চে বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ। ৮ই নভেম্বর বিকালে দীর্ঘদিনের বিভেদ ভুলে রাজপথে একসঙ্গে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে মৌলভীবাজার জেলা বিএনপি। দলের নিবেদিতপ্রাণ কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এমন প্রত্যাশিত দৃশ্য দীর্ঘদিন থেকে ছিল অদৃশ্য। পূর্ব-ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুরের পর থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলের শীর্ষ নেতৃবৃন্দের ছবি ও লেখাসম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহকারে জড়ো হতে থাকেন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকালের দিকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমভাগ পয়েন্টে পৌঁছে শেষ হয়। শোভাযাত্রা পরবর্তী পথসভায় জেলা বিএনপি’র নব-গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য ভিপি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও সদর উপজেলা বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপি’র সদস্য আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী, নাসির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, হেলু মিয়া, বকসি মিছবাহ উর রহমান, মতিন বখস্, জেলা বিএনপি’র সদস্য মনোয়ার আহমেদ রহমান, মাহবুব ইজদানী ইমরান, এডভোকেট বকসি জোবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া,স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ, আব্দুল হক, আনিসুজ্জামান বায়েছ প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, সহ-সভাপতি বদরুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসরিন পারভীনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, জাসাস, জিসাস, জিয়া মঞ্চসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গ্রুপিং দ্বন্দ্বের অবসানের লক্ষ্যে পূর্বের চলমান কমিটি বাতিল করে ৪ঠা নভেম্বর ৩২ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এরপর সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম এম সাইফুর রহমান-এর কবর জিয়ারতের মাধ্যমেই শুরু হয় সাংগঠনিক ঐক্যবদ্ধ কার্যক্রম।