বাংলারজমিন
রংপুর সিটি করপোরেশনের কর্মচারীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১০ নভেম্বর ২০২৪, রবিবাররংপুর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ সকল অস্থায়ী কর্মচারীদের আত্তীকরণ করে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন সমাবেশ করেছে অস্থায়ী কর্মচারীরা। শনিবার সকালে রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, সংবিধানের ১৫নং অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার বিষয়টি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে বলা হয়েছে। অথচ রংপুর সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের সাড়ে তিনশত থেকে সাড়ে চারশত টাকা মজুরি দেয়া হচ্ছে। সেইসঙ্গে সরকারি গেজেটেড ছুটির দিন, শুক্রবার, শনিবার বন্ধের দিনে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। এতে করে মানবিক, সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা দিয়ে জীবন-যাপন করা কঠিন হয়ে পড়েছে। এ সময় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাংগঠনিক কাঠামো অনুমোদনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংবাদ সম্মেলন শেষে কর্মচারীরা সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করে।