বিশ্বজমিন
ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে ইরানি নাগরিক অভিযুক্ত, অস্বীকার তেহরানের
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৯ নভেম্বর ২০২৪, শনিবার, ৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার বিচার বিভাগ বলেছে, ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের সাথে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসির) সংশ্লিষ্টতা রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফরহাদ শাকেরি। এক বিবৃতিতে বিচার বিভাগ দাবি করেছে- যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কাছে ফরহাদ শাকেরি স্বীকার করেছেন যে, তাকে এ বছরের ৭ অক্টোবর হত্যার পরিকল্পনা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসি’র বেধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তার ছিল না। যুক্তরাষ্ট্রের এই দাবিকে ইসরাইলের বিদ্বেষমূলক চক্রান্ত বলে দাবি করেছে ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে বলেছে, ‘আমেরিকা ও ইরানের সম্পর্ককে আরও জটিল করতে ইসরাইল এবং তাদের সমর্থকরা বিদ্বেষমূলক চক্রান্ত করতেই তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।’ বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, ৫১ বছর বয়সী শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়। ইরান সরকারের কঠোর সমালোচক ইরানি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে হত্যাচেষ্টার পরিকল্পনায় শাকেরিকে সহায়তার অভিযোগে নিউইয়র্কের দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তারা হলেন কার্লিসল রিভেরা ও জনাথন লোডহোল্ট। শাকেরি কারাগারে থাকার সময় তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা।