ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সবজিতে কিছুটা স্বস্তি

বেড়েছে আলু পিয়াজের দাম

স্টাফ রিপোর্টার
৯ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

বাজারে সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি চড়া পিয়াজের  দামও। প্রতি কেজি দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। তবে সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে। এতে কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। 

সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি আলুর দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাড়া-মহল্লার দোকানে বা ভ্রাম্যমাণ ভ্যানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। একই চিত্র পিয়াজের ক্ষেত্রেও। বাজারে আকার ও মানভেদে প্রতি কেজি দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। অন্যদিকে ভারতীয় পিয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া দেশি রসুন ২৬০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা, চায়না আদা ২৮০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজির বাজারে ভারতীয় টমেটো কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কালো গোল বেগুন ১২০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ১০০ টাকা, উস্তে ১০০ টাকা, করলা ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৮০ টাকা,  চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ  ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। দেখা যায়, প্রতি কেজিতে শিমের দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা, লম্বা বেগুনের দাম কমেছে ২০ টাকা, কাঁকরোলের দাম কমেছে ২০ টাকা, মুলার দাম কমেছে ১০ টাকা, পটোলের (দেশি) দাম কমেছে ৪০ টাকা, ধুন্দলের দাম কমেছে ২০ টাকা, ঝিঙার দাম কমেছে ২০ টাকা, মিষ্টি কুমড়ার দাম কমেছে ১০ টাকা। তবে প্রতি কেজি দেশি শসার দাম বেড়েছে ২০ টাকা, করলার দাম বেড়েছে ১০ টাকা, ফুলকপির দাম বেড়েছে ১০ টাকা। অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত। 

বাজারভেদে কক মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা, লেয়ার মুরগির দাম কমেছে ১০ টাকা এবং দেশি মুরগির দাম বেড়েছে ৫০ টাকা। 

এ ছাড়া বাজারে রুই মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ থেকে ৪৬০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ৩০০ টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, বোয়াল মাছ ৮০০ থেকে ১০০০ টাকা, শোল মাছ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status