ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুস্কৃতিকারীদের আচরণ অনভিপ্রেত: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুস্কৃতিকারীরা উদ্ধত ও শিষ্টাচারবর্হিভূত আচারণ করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আওয়ামী দুস্কৃতিকারীর উদ্ধত আচারণ করে। বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এহেন শিষ্টাচারবর্হিভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। 
তিনি বলেন, ফ্যাসিবাদের হিংস্র রুপের প্রকাশ এখনো দেশে-বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে উঠছে। প্রবাসে আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অবয়ব ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। আইন উপদেষ্টার সঙ্গে তাদের উশৃঙ্খল আচরণে আবারও প্রমাণিত হলো এরা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্য, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচারসহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। এরা গণতন্ত্র স্বীকৃত মানবাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়। 

তারেক রহমান বলেন, গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। রক্তাক্ত পন্থায় ছাত্র-জনতার আন্দোলনকে পরাজিত করতে না পেরে দেশ ছেড়ে চলে যাওয়ায় শেখ হাসিনার ক্রোধ যেমন থামছে না তেমনি দেশে-বিদেশে তার সমর্থকরাও প্রচণ্ড হাতাশা নিয়ে সুযোগ পেলেই গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছে বা শারিরীকভাবে আঘাতসহ নানাভাবে হয়রানীর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড জেনেভা এয়ারপোর্টের সামনে ড. আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণ শেখ হাসিনার তৈরি করা সেই দু:শাসনেরই অভিব্যক্তি।

তিনি বলেন, পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরে থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লুটপাটের সুবিধাভোগীরা বিদেশে গভীর চক্রান্তে মেতে উঠেছে। গণতন্ত্রের স্বপক্ষের ব্যক্তিবর্গকে হেনস্থা করাসহ বাংলাদেশের ভেতরেও অন্তর্ঘাত সৃষ্টির গভীর চক্রান্তজাল বুনে যাচ্ছে। লুটপাটের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য উদগ্রীব ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে নানা এজেন্ডা নিয়ে কাজ করছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ বরাবরই ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধ প্রবণ রাজনৈতিক দল। ক্ষমতা হারানোর মনোবেদনায় এরা দিশেহারা হয়ে পড়েছে। এরা মতপ্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না বলেই সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেয়। আত্মপ্রত্যয়হীন, যুক্তিবিমুখ, মানবতাবিরোধী আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী দোসরদের চিহ্নিত করে রাখতে হবে। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। 

তিনি বলেন, বিদেশে গণতন্ত্রকামী প্রবাসী বাংলাদেশিরা ফ্যাসিবাদী দোসরদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচার বিভাগকে অবহিত করতে হবে। বাংলাদেশে আওয়ামী দৈত্যকে জনগণই বোতল বন্দি করেছে। আন্তর্জাতিক পরিসরে এই সমস্ত আওয়ামী কুচক্রীদের বিচারের আওতার মধ্যে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আসিফ নজরুলের ওপর ফ্যাসিস্ট দোসরদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 

পাঠকের মতামত

তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ তার এ বিষয়ে বিবৃতি প্রদানের জন্য।

md asadur rahaman
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:০৫ অপরাহ্ন

আপনাকে আবার ডাক দিতে হবে এদেশের মানুষকে মাঠে নামার জন্য। না হয় বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে বাঁচতে পারবে না।

Abdur Razzak
৯ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:৪২ পূর্বাহ্ন

File GD or case against facist/mafia & money launderer kulanger Awami league in swiss court as soon as possible.

Nizam
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৯:১৭ অপরাহ্ন

বিদেশী দূতাবাস সহ এখনও সর্বত্র ফেসিবাদের এজেন্ট রা বসে আছে। এদের কে ঐ সব জায়গা থেকে সরিয়ে দিতে হবে।

মোঃ আজিজুল হক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৯:১২ অপরাহ্ন

তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ তার পরিপক্ক ভাবমূর্তি তুলে এ বিষয়ে বিবৃতি প্রদানের জন্য।

M.S.Rana
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৭:১৩ অপরাহ্ন

এই আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে বিদেশে না পারলেও দেশে আসলে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক সাজা দিতে হবে।

বিবি
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৬:০৩ অপরাহ্ন

বাংলাদেশ দুতাবাস এই দুষ্কৃতকারীদের কালো তালিকাভুক্ত করে এদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করুক।

নিহাল
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৪:২৬ অপরাহ্ন

Awami Leg - This is criminal party. Most of the leaders are robber, ferocious.

iqbal Hossain
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৪:১৭ অপরাহ্ন

দুর থেকে না বকে, দেশে এসে বকো।খুব দরদ দেখছি !

nixon tapi
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৫৬ অপরাহ্ন

ডুলা বলে চালনকে, তোর পাছায় এত ছিদ্র কেন ? ব্যাপারটা কি দারুণ তাইনা ! আমরা নিজেদেরকে সব সময় ফেরেশতার মতো মনে করি..... এই আর কি

Shimul Ahmed
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৫৪ অপরাহ্ন

Yes, agreed

Tariqur Rashid
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৪৬ অপরাহ্ন

এদেরকে দেশে এনে বিচার করুন।

হাসান
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩৩ অপরাহ্ন

এই আওয়ামী হায়েনা দের বিচার চাই । সুইস আদালতে এদের বিরুদ্ধে মামলা করা হউক ।

zakiul Islam
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩২ অপরাহ্ন

এই গণহত্যার সাপোর্ট কারীদের পাসপোর্ট বাতিল করে দেশে এনে উপযুক্ত বিচার চাই

Md.Anis
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩১ অপরাহ্ন

তাদের যথাযথ আইনের আওতায় আনা হোক জরুরী।

Mozammel
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:২২ অপরাহ্ন

ফ্যাসিবাদী দোসরদের কঠোর হস্হে দমন করা উচিত।।

Md Rejaul Karim
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:৪২ অপরাহ্ন

এই গণহত্যার সাপোর্ট কারীদের পাসপোর্ট বাতিল করে দেশে এনে উপযুক্ত বিচার চাই

Mahmud
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২:৩৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status