খেলা
‘মালদ্বীপকে আগে ভয় লাগতো, এখন আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে’
স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারফিফা প্রীতি ম্যাচে আগামী ১৩ ও ১৬ই নভেম্বর কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। গতকাল এই ম্যাচকে ঘিরে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা। অনুশীলনের এক ফাঁকে আসন্ন দুটি ম্যাচ নিয়ে কথা বলেন উইঙ্গার রাকিব হোসেন। বলেন, মালদ্বীপকে আগে ভয় লাগতো তবে দলটির বিপক্ষে আমাদের সাম্প্রতিক ফল ভালো।
মালদ্বীপের বিপক্ষে শেষ ৩ বারের দেখায় বাংলাদেশের দুটি জয়ের সঙ্গে একটিতে ড্র রয়েছে। তাই দ্বীপদেশটিকে ভয় পাচ্ছে না কাবরেরার শিষ্যরা। উইঙ্গার রাকিব হোসেন বলেন, ‘মালদ্বীপ দলকে আগে ভয় লাগতো। তাদের বিপক্ষে শেষ তিন ম্যাচের দুটিতে জিতেছি ও একটিতে ড্র করেছি। পারফরম্যান্স আমাদের ভালো হয়েছে। চেষ্টা করবো সেটা অব্যাহত রাখতে, জিততে।’
জাতীয় দলে খেলার সময় ৪-৪-২ ছকে রাকিব ও ফাহিম কিংবা রাকিবের সঙ্গে মোরসালিনের জুটি দেখা যায়। তখন স্ট্রাইকার হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে হয় রাকিবকে। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘আসলে স্ট্রাইকার হিসেবে চেষ্টা করি গোল করতে, গোল করাতে। সামনের ম্যাচেও তাই করবো। ম্যাচে গুরুত্বপূর্ণ হলো গোল করা। তা না করতে পারলে আমাদের ব্যর্থতা। গোল করতে হলে মানসিকভাবে শক্তিশালী হতে হয়। কোচ কাজ করছেন। আমরাও কাজ করছি।’
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ কীভাবে খেলবে তারই চেষ্টা চলছে অনুশীলনে। রাকিব বলেন, ‘ম্যাচের পরিস্থিতি নিয়ে অনুশীলন হচ্ছে। চেষ্টা করছি কোচ যা শিখাচ্ছেন তা কাজে লাগাতে। আগের চেয়ে ভালো খেলতে।’
আর জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘আমরা এখানে জিততে চাইবো। জেতার জন্য যে কৌশল দরকার সেটা অনুসরণ করছি। ছেলেরাও প্রস্তুতি নিচ্ছে। তারা জানে এটা বছরের শেষ ম্যাচ। হাভিয়ের আসার পর সবাই এক সঙ্গে খেলছে। কিছু খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। দল হিসেবে তারা জানে দায়িত্ব কতোটুকু, কী করতে পারে।’ মামুন বলেন, ‘মালদ্বীপ ম্যাচকে সামনে রেখে ছেলেরা তৈরি। দেশের মাটিতে অনেক দিন পর খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার পর। মালদ্বীপের বিপক্ষে জিততে সবার সামনে সর্বোচ্চ দেওয়ার লক্ষ্য থাকবে। জিততে হলে দর্শকদের সামনে গোল করতে হবে। দর্শক হলো আমাদের প্রেরণা। হোমে আমরা যে কোনো দলের কাছে শক্ত প্রতিপক্ষ।’
মামুন বলেন, ‘এশিয়ায় সমমানের দলের বিপক্ষে জয়ের জন্য খেলবো। সেই রসদ আছে। দর্শক যারা আসবে কাউকে নিরাশ করবো না। সবাই খেলা দেখে বলে বাংলাদেশ দল উন্নতি করেছে। দিন শেষে বাংলাদেশের পতাকা উপরেই থাকবে।’