ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

প্রেমের টানে তুরস্কের যুবক সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

কথায় আছে প্রেম মানে না কোনো বাধা। তাই ভালোবাসার টানে সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশি তরুণীর প্রেমে তুরস্কের যুবক ছুটে এসেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। এদিকে, খবর পেয়ে মল্লিকার বাড়িতে ভিড় করছে স্থানীয়রা। সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে।
জানা যায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা মল্লিকা। দীর্ঘ ৩ বছর আগে  সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা। সেই ছবি দেখে পছন্দ করেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় কথা। একপর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ভাবের আদান প্রদান। পরে শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রোববার (২রা নভেম্বর) বাংলাদেশে আসেন মুস্তফা। অবশেষে সোমবার রাতে দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মুস্তফা ফাইক জানান, প্রেমের টানে বাংলাদেশে এসেছি। পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে।  তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেইসঙ্গে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানিয়েছেন এই যুবক।
তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা মল্লিকা।  ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে। মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন।  

পাঠকের মতামত

অনেক সময় শেষ পরিণতি খুব একটা সুখকর হয় না !

Naaz Islam
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:১৮ পূর্বাহ্ন

হায়রে প্রেম,অভাগা প্রেম.....

Shahidul
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৯ অপরাহ্ন

দেশ,জাতি,ধর্ম বর্ন মানে না প্রেম। প্রেম এ সবের উর্ধ্বে। প্রেমের এ বন্ধন অটুট থাকলে সিরাজগঞ্জ ও তুরস্ক স্বার্থক।

শহিদুল ইসলাম
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৪ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status