খেলা
কোচ বাটলারকে রেখে দিতে চায় বাফুফে
স্পোর্টস রিপোর্টার
৪ নভেম্বর ২০২৪, সোমবারসাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ খেলেই সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কোচ পিটার জেমস বাটলারের জড়িয়ে পড়ার গুঞ্জন ওঠে। তবে সংকট উতরে মেয়েদের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স বের করে এনেছেন এ ইংলিশ কোচ। বাংলাদেশকে জিতিয়েছেন শিরোপা। পরে তিনি জানিয়ে দেন এ দায়িত্বে আর থাকছেন না। তবে এমন সাফল্যে তাকে রেখে দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ওই ম্যাচের পর বাটলার জানিয়ে দেন, মেয়েদের কোচ হিসেবে এটাই তার শেষ। শিরোপা উদযাপনের সময়ও তাকে খেলোয়াড়দের থেকে দূরে থাকতে দেখা গেছে।
তবে গতকাল কিরণ গণমাধ্যমকে জানান, সাফ চলাকালে দলের ভেতরে অন্তর্দ্বন্দ্বের কথা তার কানে পৌঁছেছিল। কিন্তু সেগুলো এখন আর মনে রাখতে চান না তিনি। কিরণ বলেন, ‘বাটলার চাচ্ছিলেন, যে জুনিয়ররা ভালো করছিল, তাদের খেলাতে। কিন্তু বিষয়টা সিনিয়ররা পছন্দ করেনি, তারা খেলতে চেয়েছিল। এটা নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। টুর্নামেন্ট চলাকালে মেয়েরা যে অভিযোগ করেছে কোচের বিরুদ্ধে, সেটা আমি ওই মুহূর্তে সামলে নিয়েছি। আসলে মেয়েদেরটাও কাউন্ট করা (কথাগুলো গুরুত্ব দেয়া) ঠিক না, কোচেরটাও নয়।’ সাবিনা-সানজিদাদের জন্য বাটলারকেই সেরা কোচ মনে করেন কিরণ। এছাড়া মেয়েদের ফুটবলের উন্নয়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি। কিরণ বলেন, ‘কোচকে আমি বলেছি, আমার সঙ্গে বসে আপনার যে সিদ্ধান্ত সেটা জানাবেন। আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আমরা তাকে রাখতে চাই। অনেক ভালো কোচ। বাংলাদেশে এ যাবৎ যত কোচ এসেছেন, তার মধ্যে তিনি সেরা।’
আগের কোচদের সঙ্গে বাটলারের পার্থক্য নিয়ে কিরণ বলেন, ‘যত কোচ এসেছেন, অধিকাংশই বই পড়ে কোচ হয়েছেন। উনি ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা কোচ। পার্থক্য এখানেই। আমরা চেষ্টা করবো তাকে রাখতে। আমি তাকে মেসেজ দিয়েছি। আমার কথা তিনি বুঝতে পেরেছেন। তবে আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের উন্নতির জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। বিগত সরকারের কাছেও আমরা আবেদন করেছি, বর্তমান সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে মেয়েদের ফুটবলের পাশে দাঁড়ানোর।’
Bangladesh always take the worst decision. This guy almost ruined our team’s championship and was exiting in the first round despite having the best team in South Asia. Only when the players took every thing on their own and he was sidelined we started playing our football. Please remove him from the national team and put in the academy or say goodbye period.