ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডে আজ

পাকিস্তানের একাদশে নেই বিশেষজ্ঞ স্পিনার

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, সোমবার
mzamin

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে স্পিন আক্রমণ দিয়ে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের জন্য পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে তারা। আজ সকাল সাড়ে ৯টায় মেলবোর্নে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে মোহাম্মদ রিজওয়ানের দল। এই ম্যাচে ৪ পেসার নিয়ে মাঠে নামবে তারা। গতকাল এই ম্যাচের একাদশ ঘোষণা করে পাকিস্তান। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এটাই পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ। মেলবোর্নের সম্ভাব্য দ্রুত গতির ও বাউন্সি উইকেট বিবেচনায় পাকিস্তান একাদশে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। গত বছরের জানুয়ারির পর আজই প্রথম পাকিস্তানের হয়ে মাঠে নামবেন হাসনাইন। আর নাসিম সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। স্পিন আক্রমণে অফ স্পিন অলরাউন্ডার সালমান আলী আগা ও বাঁহাতি স্পিন অলরাউন্ডার কামরান গুলামের উপর ভরসা রাখছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন সাইম আইয়ুবও।
দুই ওপেনারকে বিধ্বংসী হতে বললেন অস্ট্রেলিয়া অধিনায়ক গত এক বছর ধরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সাফল্যের পিছনে ওপেনারদের আগ্রাসী ব্যাটিংয়ের গুরত্ব অনেক। এই সংস্করণের সবশেষ বিশ্বকাপ থেকে প্রথম ১০ ওভারে তাদের চেয়ে দ্রুত রান তুলতে পারেনি কোনো দল। পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজেও ওপেনারদের এই ভূমিকায় দেখতে চান অধিনায়ক প্যাট কামিন্স। গেলো ওয়ানডে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে প্রথম ১০ ওভারে অস্ট্রেলিয়ার ১১৪.৫ স্ট্রাইক রেটে রান তুলেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের বিদায়ের পর আজকের ম্যাচের একাদশে সুযোগ পাওয়া শর্ট ও ফ্রেজার-ম্যাকগার্ক জুটি হবে ছয় ওয়ানডেতে তাদের ষষ্ঠ ভিন্ন উদ্বোধনী জুটি। দুই ওপেনারের উদ্দেশ্যে কামিন্সের বার্তা, ‘(আগ্রাসী ব্যাটিং) চালিয়ে যাও। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দুইজনকেই বোলিং করা বেশ ভয়ঙ্কর কাজৃতাদের কাছে আমার চাওয়া, এই সুযোগকে যেন ভালোভাবে কাজে লাগায় তারা।’ 
২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এই সংস্করণে আজ প্রথম মাঠে নামছেন কামিন্স। পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডে খেলবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status