বাংলারজমিন
৫ই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি: হাজী মুজিব
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
(১ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:১৯ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, স্বৈরাচারী সরকারকে হটিয়ে গত ৫ই আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এ স্বাধীনতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে সবদিকে যেন দম বন্ধ হওয়ার মতো পরিবেশ ছিল। আমাকে কোনো সভা সমাবেষ করতে দেয়া হয়নি। দলীয় কর্মসূচি পালনের উদ্যোগ নিলে পুলিশ দিয়ে পণ্ড করে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আজ আমরা সে অবস্থা থেকে উত্তরণ লাভ করেছি। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে, একটি সুশৃঙ্খল দল হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। দলের মধ্যে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটতরাজের অবস্থান হবে না মন্তব্য করে বিএনপি নেতা হাজী মুজিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত ছাত্র জনতার বিজয় নস্যাতের চেষ্টা চলছে। অপশক্তিরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতা রুখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শনিবার (২ নভেম্বর) বিকেলে কমলগঞ্জের ভানুগাছ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয় নস্যাতের চেষ্টা ও অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কমলগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র আবু ইব্রাহিম জমসেদ, বিএনপি নেতা অধ্যক্ষ ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান,পৌর বিএনপির সাবেক সভাপতি সোয়েব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান,যুবদল নেতা রিয়াজুর রহমান রিমন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহবায়ক তাহমিদুল হক রাফাত।
হাজী মুজিব বলেন, সাবেক এমপি আব্দুস শহীদ আমাকে সোনা চোরা বলতো। আজ দৃশ্যমান কে সোনা চোর। শহীদকে আটকের সময় তার কাছ থেকে দেশ বিদেশের অর্থ সহ স্বর্ণালঙ্কারের সঙ্গে স্বর্ণের বারও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি সাবেক এমপি ও সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদের বিভিন্ন দুর্নীতি লুটতরাজ এর, বর্ণনা দিয়ে বলেন, আওয়ামী লীগের ধূসরদের সাথে যারা বিগত দিনে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে মিলিত হয়ে দুর্নীতি লুটপাটে অংশগ্রহণ করেছেন এবং তাদের সহযোগিতা করেছে তাদের মুখোশ উন্মোচন করা হবে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ গণ সমাবেশে বাধাহীন বাধভাঙ্গা উচ্ছ্বসে নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে মন খুলে বক্তব্য রাখেন নেতাকর্মীরাও। সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলবেঁধে মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সবাবেশে অংশ নেন। শনিবার বিকাল ২টায় নির্ধারিত সময়েই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে আশপাশের সড়কে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় শেষ হয় সমাবেশ।