ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলা, আহত ১

পটুয়াখালী প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৪, রবিবার

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহাসড়কের পাশে ফতুল্লা বাজার এলাকায় হাচন ঘরামীর দীর্ঘদিন ভোগদখলীয় জায়গা দখলের উদ্দেশ্য ভিপি শাহীনের নেতৃত্বে অর্ধ শতাধিক লোকবল নিয়ে গাছ কেটে বালি ভরাট করার অভিযোগ উঠেছে। গত বৃহষ্পতিবার দুপুরে গাছ কেটে বালি ভরাটের সময় হাচন ঘরামী তার ছেলে আইয়ুব ও জামাই মাদ্রাসা শিক্ষক নাসির উদ্দীন গাজী বাধা দিলে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলায় নাসির উদ্দীন গাজী গুরুতর আহত হন, পিটিয়ে তার ডান হাতের হাড় ভেঙে ফেলে এবং শরীরে বিভিন্ন স্থানে জখম করে। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করলেও দখলকারীরা তা মানতে নারাজ।  
জানা যায়, উক্ত মৌজায় ২৭৮ খতিয়ানে হাচন ঘরামী ও তার অন্যান্য শরীকদের মোট ৯৮ শতাংশ জমি। তারা সালিশ-মীমাংসার মাধ্যমে নিজেদের মধ্যে এওয়াজ বদল করে দীর্ঘ ৬০ বছর ভোগদখল করে আসছেন। তাদের শরীকদের মধ্যে মজিবর শরীফের ছেলে মিজান শরীফ শহরের সুজন মৃধার কাছে ৮ শতাংশ জায়গা বিক্রি করেন কিন্তু দখল বুঝিয়ে দেননি। সুজন মৃধা জমির দখল বুঝে না পেয়ে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার জায়গায় না গিয়ে অন্য শরীক ভিকটিম হাচন ঘরামীর ভোগদখলীয় জায়গা জোরপূর্বক দখল করতে যান।
এ বিষয়ে হাচন ঘরামী ও তার ছেলে আইয়ুব জানান, তারা দীর্ঘ ৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। এ জমি-জমা নিয়ে দীর্ঘ সময় ধরে তাদের শরীকদের সঙ্গে সালিশ মীমাংসার পরে তারা এওয়াজ বদল করে ভোগদখল করছেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাদের দলীয় জায়গা দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের আহত করে এবং বাড়িঘর ভাঙচুর করে।
স্থানীয় মোশারেফ সিকদার ও দোকানি আব্দুল্লাহ জানান, প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে হাচন ঘরামী এ জায়গায় ঘরবাড়ি তৈরি করে গাছপালা লাগিয়ে পুকুর কেটে দখল করে আসছেন। কিন্তু হঠাৎ অর্ধ শতাধিক লোক এসে গাছ কেটে বালি ভরাট করে। বাধা দিলে তারা হামলা চালায়। মৎস্য দলের সভাপতি ভিপি শাহীনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এমনকি হামলার ফুটেজ যাতে সেনাবাহিনী না পায় সে জন্য সিসি টিভির ফুটেজও ডিলিট করে ফেলে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status