বাংলারজমিন
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৩ নভেম্বর ২০২৪, রবিবারমৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গতকাল বিকালে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকায় ছাত্র-জনতার ওপর জাতীয় পার্টি’র সন্ত্রাসীদের হামলা প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে পতিত আওয়ামী লীগ সরকারের দোসর ও অন্যতম সহযোগী জাতীয় পার্টি’র বিরুদ্ধে নানা সেøাগান দেয়া হয়। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি সামায়েল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহ্ মিসবাহ, জাকারিয়া ইমন, তানজিয়া শিশির, জাবেদ রহমান, আশরাফ উদ্দিন, রুহুল আমিনসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় বক্তাগণ আওয়ামী স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি’র দলীয় কার্যক্রম বন্ধ করাসহ ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।