বাংলারজমিন
‘সত্য ও বস্তুনিষ্ঠ’ সংবাদ পরিবেশন করে জনপ্রিয়তা অর্জন করেছে মানবজমিন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৩ নভেম্বর ২০২৪, রবিবারবিভাগীয় শহর ময়মনসিংহের প্রাণকেন্দ্র অলকা নদীবাংলা কমপ্লেক্সের ৪র্থ তলায় গতকাল দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে দৈনিক মানবজমিন-এর ময়মনসিংহ অফিসের যাত্রা শুরু হয়েছে। দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলার উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মানবজমিন-এর ময়মনসিংহ প্রতিনিধি এনায়েতুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার মতিউল আলম, নান্দাইলের উপজেলা প্রতিনিধি আলহাজ রফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ইফতেখার আহমেদ সুমন, গৌরীপুর প্রতিনিধি শামীম অভি, তারাকান্দা প্রতিনিধি রফিক উদ্দিন বিশ্বাস, ফুলপুর প্রতিনিধি মিজানুর রহমান, হালুয়াঘাট প্রতিনিধি ওমর ফারুক সুমন, মুক্তাগাছা প্রতিনিধি সিরাজুল হক, ভালুকা প্রতিনিধি মনিরুজ্জামান খান ও ত্রিশাল প্রতিনিধি শফিকুল ইসলাম। আলোচনা সভায় মানবজমিন-এর সার্বিক উন্নয়নে কাজ করার জন্য সকলেই প্রতিশ্রুতি দেন। পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পত্রিকার সুনাম অক্ষুণ্ন রাখতে সকলকে সচেতন থাকতে হবে।