বাংলারজমিন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় দফায় ইউরেনিয়াম পৌঁছালো
ঈশ্বরদী (পাবনা) থেকে
২ নভেম্বর ২০২৪, শনিবারপাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানে তেজস্ক্রিয় ইউরেনিয়াম পৌঁছেছে। শুক্রবার সকাল ৭টার দিকে জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে বাংলাদেশি ও রাশিয়ান কর্মীরা দুই দেশের পতাকা হাতে স্বাগত জানান। প্রকল্প পরিচালক ড. জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে বিশেষ বিমানে দ্বিতীয়বারের মতো এই তেজস্ক্রিয় ইউরেনিয়াম ঢাকায় আসে, যা পরে সড়কপথে রূপপুরে নিয়ে যাওয়া হয়। আগের মতোই সর্বোচ্চ নিরাপত্তায় জ্বালানি পরিবহন করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, জ্বালানি পরিবহনের সময় রূপপুর এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। রূপপুর প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রথম ইউনিট থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট এবং পরের বছর দ্বিতীয় ইউনিট থেকে আরও ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম আনুষ্ঠানিকভাবে এই তেজস্ক্রিয় জ্বালানি হস্তান্তর করেছে।