ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ইমার্জিং এশিয়া কাপে দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৪, সোমবার
mzamin

পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৮ তারিখ থেকে ওমানে। এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলির নেতৃত্বে দলে আছেন ভারত সিরিজে থাকা তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন ও জাকের আলী অনিক। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাইম শেখেরও জায়গা হয়েছে এই স্কোয়াডে।  ভারত সিরিজে সুযোগ না মিললেও ইমার্জিং স্কোয়াডে জায়গা পেয়েছেন শামিম হোসেন পাটোয়ারী। এছাড়া সুযোগ দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার আবু হায়দার রনিকে। তার সঙ্গে পেসার হিসেবে দলে আছেন রিপন মণ্ডল, রেজাউর রহমান রাজা। আর স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রাকিবুল হাসান ও আলিস ইসলাম।  এছাড়া তরুণ খেলোয়াড় হিসেবে দলে আছেন জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা। ইমার্জিং এশিয়া কাপে এবারই প্রথম খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগের তিন আসরে খেলা হয়েছিল ৫০ ওভারে। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি জিতেছিল ভারত। এরপরের দুই আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়েই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান। এবার বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংকে। ১৯শে অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরে ২১শে অক্টোবর আফগানিস্তান ও ২৩শে অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। 
বাংলাদেশ এ দল: আকবর আলি (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন, নাঈম শেখ, জিসান আলম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকি, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা।
রিজার্ভ: জাকের আলি, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, নাসুম আহমেদ।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status