খেলা
জার্মানির জার্সিতে নতুন আলোয় তুরস্কের উন্দাভ
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ১২ অক্টোবর ২০২৪, শনিবার, ৫:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

উয়েফা নেশন্স লীগে গুরুত্বপূর্ণ জয় পেলো জার্মানি। বসনিয়ার বাধা টপকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করলো ‘ডি মানশাফ্ট’ খ্যাত জার্মানরা। ম্যাচে সাদামাটা শুরুর পর ৬ মিনিটের মধ্যে দুই গোল করে সহজ জয়ের সম্ভাবনা জাগায় জার্মানি। তবে এডিন জেকোর নৈপুণ্যে ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত লড়াই জিইয়ে রাখে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় অবশ্য আটকাতে পারেনি তারা। প্রতিপক্ষের মাঠে শুক্রবার নেশন্স লীগের ম্যাচে ২-১ গোলে জয় পায় জার্মানি। তাদের জয়ের নায়ক ডেনিস উন্দাভ। ম্যাচে জোড়া গোল করে আলোচনায় ভিএফবি স্টুটগার্টের এ স্ট্রাইকার।
জার্মানির জার্সি গায়ে উন্দাভের এটি পঞ্চম ম্যাচ। শেষ দুই ম্যাচে তিন গোল পেলেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে এক গোল করেন তুর্কি বংশোদ্ভূত এ তারকা। তুরস্ক জাতীয় দলে খেলারও প্রস্তাব ছিল তার কাছে। তবে উন্দাভ বেছে নেন জার্মানিকে। চলতি বছর মার্চে জার্মানির জার্সি গায়ে অভিষেক তার। ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য উন্দাভকে দলে ডাকেন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান। ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ৮০তম মিনিটে কাই হার্ভাটজের বদলি হিসেবে খেলতে নামেন উন্দাভ। পরে তিনি স্থান পান নিজেদের মাটিতে ইউরো চ্যাম্পিয়নশিপের জার্মানি দলেও। উন্দাভের উড়ন্ত ফর্মকে আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্টজের জন্য ‘সতর্কবার্তা’ মনে করছেন বোদ্ধা-বিশ্লেষকরা। চলতি মৌসুমে স্টুটগার্টের হয়েও ফর্ম দেখাচ্ছেন উন্দাভ, ১০ ম্যাচে পেয়েছেন ৬ গোল। তুর্কি খেলোয়াড়দের জার্মানির হয়ে খেলার নজির কম নেই। তুর্কি বংশোদ্ভূত খেলোয়াড় মেসুত ওজিল, সামি খেদিরা, এমরে চান, ইলকাই গুন্দোয়ানরা সমৃদ্ধ করেছেন জার্মানির ফুটবলকে।
বসনিয়ার জেনিকা শহরের বিলিনো পলিয়ে স্টেডিয়ামে ৩০তম মিনিটে লক্ষ্যে নেয়া প্রথম শটেই এগিয়ে যায় সফরকারীরা। ফ্লোরিয়ান ভিরটজের কাটব্যাক পেয়ে নিচু শটে গোলটি করেন উন্দাভ। দুই মিনিট পর ফের জালে বল পাঠায় জার্মানি, তবে অফসাইডে সেটা কাটা পড়ে। চার মিনিট পরই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান মাক্সিমিলিয়ান, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে ছুটে গিয়ে ঠান্ডা মাথায় পা বাড়িয়ে বলের দিক পাল্টে জালে জড়িয়ে দেন উন্দাভ।
দ্বিতীয় গোল হজমের আগের মিনিটে বসনিয়া সমতা টানার খুব কাছাকাছি গিয়েছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের; পাল্টা আক্রমণে এমেদিন দেমিরোভিচের শট ক্রসবার কাঁপায়। ৫৮তম মিনিটে খুব কাছ থেকে জালে বল জড়িয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন উন্দাভ। তবে এ যাত্রায় তার কপাল মন্দ, আগমুহূর্তে শট নেওয়া তার সতীর্থ অফসাইডে ছিলেন। ১০ মিনিট পর জালে বল পাঠান সের্গে জিনাব্রি, সেটাও অফসাইডে বাতিল হয়ে যায়।
জার্মানদের একের পর এক প্রচেষ্টা নস্যাত হওয়ার পর ৭০তম মিনিটে ব্যবধান কমান এডিন জেকো। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান অভিজ্ঞ সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। এতে নাটকীয়তার আভাস মিললেও বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি বসনিয়া। হাঙ্গেরিকে ৫-০ গোলে উড়িয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্র করেছিল জার্মানরা। ফের জয়ে ফেরার মধ্য দিয়ে ‘এ’ লীগের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থানও ধরে রাখলো তারা। তিন ম্যাচে জার্মানির সংগ্রহ ৭ পয়েন্ট।
দিনের আরেক ম্যাচে হাঙ্গেরির মাঠে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডাচরা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি। আর সবশেষে বসনিয়ার সংগ্রহ ১ পয়েন্ট।