খেলা
ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি ব্রুকের
ইনিংস ব্যবধানে হারের মুখে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, শুক্রবার
ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক। মুলতানে পাকিস্তানের বিপক্ষে উপহার দিলেন ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংস। দেশটির হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ, ৩৪ বছর আগে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।
মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্টে গতকাল ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এতে ২৬৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান করে পাকিস্তান। তবে দ্বিতীয় দফা ব্যাটিংয়ে করুণ অবস্থা শান মাসুদের দলের। প্রথম বলেই সাজঘরে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক। দলীয় ২৯ রানে উইকেট খোয়ান আরেক সেঞ্চুরিয়ান শান মাসুদ। দলীয় ৮৬ রানে পাকিস্তান হারায় ষষ্ঠ উইকেট। পরে ১৫৬/৬ সংগ্রহ নিয়ে দিনের খেলা শেষ করে পাকিস্তান। ইনিংস ব্যবধানে হার এড়াতে তাদের ১১৫ রান প্রয়োজন। হাতে মাত্র চার উইকেট। স্বীকৃত ব্যাটসম্যান কেবল সালমান আগা।
টেস্ট ক্রিকেটে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরির ঘটনা দেখা গিয়েছিল ২০১৯ সালে। সেটিও পাকিস্তানের বিপক্ষে। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার।
ব্রুক পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে ২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছুঁয়েছিলেন শেবাগ। পাকিস্তানের বিপক্ষে ব্রুক টেস্ট খেলেছেন ৪টি। যার একটি ট্রিপল সেঞ্চুরিসহ শতক করেছেন সব কটিতে । পাকিস্তানের বিপক্ষে খেলা নিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংসও আছে তার। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি পঞ্চম ট্রিপল সেঞ্চুরি। প্রথমটি করেছিলেন কিংবদন্তি গ্যারি সোবার্স, ১৯৫৮ সালে কিংস্টনে।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ইংল্যান্ডের লিড ২৬৭ রানের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ আর পাকিস্তানের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ। টেস্ট ইতিহাসে এই প্রথমবার এক ইনিংসে পাকিস্তানের ৫ জন বোলার ১০০ রানের বেশি খরচ করেছেন।