ঢাকা, ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গুরুদাসপুরে বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৪, সোমবার

নাটোরের গুরুদাসপুরে জমি লিখে নিয়ে আশি বছর বয়সী বিধবা মা জরিনা বেগমকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছেলে আব্দুল হান্নানের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় ছেলে হান্নানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ায় ওই বৃদ্ধ মায়ের জীবন এখন বিপন্ন। তাকে হুমকি দিচ্ছেন অভিযুক্ত ছেলে ও তার পরিবার। জরিনা বেগম উপজেলার সাহাপুর মধ্যপাড়া গ্রামের মরহুম নজিরুদ্দিন প্রামাণিকের স্ত্রী।
এ ঘটনায় রোববার দুপুরে গুরুদাসপুর পৌরসভার সামনে জরিনা বেগম (৮০) ও তার সম্পত্তি বঞ্চিত ছেলে নজরুল ইসলাম (৬২) সহ ৫ মেয়ে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃদ্ধা জরিনা বলেন, ‘ছোটবেটা হান্নান আমাক ডাক্তার দেক্যানির নাম করে উপজেলাত লিয়া য্যায়া সব জমি  লেকি লিচে। ভাত কাপুড় দেয় না। আবার মারধর কইরি তাড়ায় দিচে। আমার টেকা, গয়না, জমি ঘুরত দিক’। জানা যায়, জরিনা বেগম চলাচলে প্রায় অক্ষম। গত ২০শে সেপ্টেম্বর তার অভিযুক্ত ছেলে আব্দুল হান্নান ডাক্তার দেখানোর নাম করে তাকে উপজেলা সদরে এনে সম্পূর্ণ জমি (৫ বিঘা) রেজিস্ট্রি করে নেন। শুধু তাই-ই নয়, বৃদ্ধা স্বামীর ব্যাংকে রেখে যাওয়া ৩ লাখ ৮০ হাজার টাকা, ১ ভরি ৭ আনা স্বর্ণ, নগদ ১ লাখ টাকা ও ২০ মণ চাল একাই আত্মসাৎ করেছেন হান্নান। জরিনা এর প্রতিবাদ করায় শনিবার তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
তবে আব্দুল হান্নান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, মা স্বেচ্ছায় তাকে জমি লিখে দিয়েছেন। ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার টাকার নমিনি তার মা তাকে দিয়েছেন। তবে নগদ ১ লাখ টাকা, ১ ভরি ৭ আনা স্বর্ণ ও ২০ মণ চাল তার কাছে সংরক্ষণ আছে। তারপরও গ্রামের সালিশি প্রধান ও ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন তা তিনি (হান্নান) মেনে নেবেন। এ ব্যাপারে গুরুদাসপুর থানার (ওসি) মো. গোলাম সারওয়ার বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status