বাংলারজমিন
আগৈলঝাড়ায় টেন্ডার ছাড়া সরকারি গাছ বিক্রির অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
৭ অক্টোবর ২০২৪, সোমবার
বরিশালের আগৈলঝাড়ায় কোনো রকম টেন্ডার ছাড়াই সরকারি ৩ লক্ষাধিক টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ৬টি গাছ কাটলেও স্থানীয়দের বাধায় বাকি গাছগুলো কাটতে পারেনি। জানা যায়, ১৯৯৩-৯৪ অর্থবছরের রত্নপুর ইউনিয়নের স্লুইস গেট সংলগ্ন থানেশ্বর কাঠি সরকারি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক পাশে স্থানীয় লোকজন মেহগনি গাছ রোপণ করে। নিয়ম অনুযায়ী এসব গাছের মালিক পাউবো। প্রতিষ্ঠানটি এসব গাছ কেটে বিক্রি করবে এবং পরে গাছ বিক্রির টাকা একটি অংশ স্থানীয় লোকজনের মধ্যে ভাগ করে দিবে। এলাকাবাসীর অভিযোগ পাউবোর অনুমতি ছাড়াই ৭-৮ দিন ধরে রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের সলেমান সরদার বিভিন্ন প্রজাতির ৫০টি গাছ বিক্রি করেছে ও কিছু গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোবহান বেপারী এবং সাধারণ সম্পাদক রফিকুল হাওলাদার ও লাল মিয়া জানান, রত্নপুর ইউনিয়নের থানেশ্বর কাঠি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে লাগানো অর্ধশত বিভিন্ন প্রজাতির গাছ কোনো রকম টেন্ডার ছাড়াই বিক্রি করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সোলেমান সরদার। অভিযুক্ত সোলেমান সরদার বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের জায়গা লিজ নিয়েছি। ওই জায়গায় লাগানো গাছ আমি বিক্রি করেছি। উপজেলা বন কর্মকর্তা স্বপন অধিকারী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ৬টি গাছ কাটা হয়েছে। আমি কাটা গাছগুলো জব্দ করেছি।