বাংলারজমিন
রাজশাহীতে বিশেষ অভিযানে ২ দিনে গ্রেপ্তার ৪৪
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
৬ অক্টোবর ২০২৪, রবিবারতৎপরতা বৃদ্ধি পেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের, গত দুইদিনে বিশেষ অভিযানে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ৫ই আগস্টের পর থাকা পুলিশকে কর্মতৎপর করে তুলতে নানা উদ্যোগ নেয়া হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৯ জন, রাজপাড়া থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাঁটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও কর্ণহার থানা-২, দামকুড়া-২, ডিবি-৬ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, আমরা জনগণের মাঝে শৃঙ্খলা ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করছি পুলিশের তৎপরতা বৃদ্ধির মধ্য দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।