বাংলারজমিন
মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৪, শনিবার
বাগেরহাটের মোরেলগঞ্জে ৬৫ বিঘার মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর অত্যাচারে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জমির মালিকেরা। গতকাল সকাল ১১টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সামনে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের শতাধিক নারী-পরুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে বক্তারা বলেন, ২০০৬ সালে ডেউয়াতলা গ্রামে ৬৫ বিঘার একটি মৎস্য ঘেরে চৌকিদার ওমর আলী শেখকে হত্যা হয়। এ ঘটনাকে পুঁজি করে তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতা মহর আলী গাজী ও তার লোকজন মামলার বাদীকে পরিবর্তন করে নিজে বাদী হয়ে ওই ঘেরের প্রকৃত জমির মালিকদের নামে মিথ্যা মামলা করে অনেককে এলাকা ছাড়া করেন। নিহত ওমর আলীর স্ত্রী কুরছিয়া বেগমকে ৫ বিঘা জমি দেয়ার কথা বলে জমি রেজিস্ট্রি দিলেও টিকিট না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে মৎস্য ঘেরটি নিজের দখলে নেয়। জমির মালিকদের হাঁড়ির টাকা না দিয়ে বছরের পর বছর জোরপূর্বক ঘের করে আসছেন আওয়ামী লীগ নেতা মহর আলী গাজী। গত ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর স্থানীয় জমির মালিকেরা নিজেদের ঘেরে নিজেরা অবস্থান নেয়। এ ঘটনার পর থেকেই প্রকৃত জমির মালিকদের বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করছে মহর আলী গাজী। এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় জমির মালিকেরা নিজেদের জমিতে যেন শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করতে পারেন এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। মানববন্ধনে বক্তাব্য রাখেন- মো. সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মণ্ডল, রিয়াজ হাওলাদার, ইব্রাহিম শেখ, নিহত ওমর আলীর স্ত্রী কুরছিয়া বেগম ও তার মেয়ে পলি আক্তারসহ অনেকে। এ বিষয়ে মহর আলী গাজীর ছেলে সোলাইমান গাজী বলেন, তার পিতা জোরপূর্বক কোনো মৎস্য ঘের দখল করেনি। ১৯৯০ সাল থেকে ৪০ বিঘা জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ও বাকি ২০ বিঘা জমির হাঁড়ির টাকা পরিশোধ করে দীর্ঘদিন ধরে ওই ঘেরটি তারা করে আসছেন।