ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘বৈষম্যমূলক নীতির কারণে পাহাড়ে বাঙালিরা পিছিয়ে পড়ছে’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৫ অক্টোবর ২০২৪, শনিবার

পাহাড়ের সব হত্যাকাণ্ডের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নানা বৈষম্যমূলক নীতির কারণে তিন পার্বত্য জেলায় উপজাতিদের তুলনায় বাঙালিরা পিছিয়ে পড়ছে বলে দাবি করেন বক্তারা। এ সময় তারা ১৯০০ সালের শাসনবিধি বাতিলসহ বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন এবং পার্বত্য চুক্তি বাতিল করে দেশের সাংবিধানিক ধারাগুলো প্রতিষ্ঠার দাবি জানান। গতকাল নগরের প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, নানা বৈষম্যের শিকার হয়ে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারগুলো। উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে বাঙালি পরিবারগুলো তা পাচ্ছে না। আমরা পাহাড়িদের দ্বারা নির্যাতিত হচ্ছি। আমাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয় করা হচ্ছে। আমাদের ছেলে-মেয়েদেরও শিক্ষাপ্রতিষ্ঠানে উপজাতিদের দ্বারা হেনস্তার শিকার হতে হয়। রাজনৈতিকভাবে তিন জেলা পরিষদের চেয়ারম্যান ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান উপজাতিদের জন্য সংরক্ষিত। সব জায়গায় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নিশ্চিত করা হোক।  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহাজাহান চৌধুরী বলেন, ব্যাংক লোন নিলে উপজাতিদের কোনো সুদ দিতে হয় না। কিন্তু বাঙালিদের চড়া সুদ দিতে হয়। উপজাতিরা ব্যাংক লোন পরিশোধ করতে না পারলে তাদের অনেক ক্ষেত্রেই তা মওকুফ করা হয়। কিন্তু বাঙালিরা পরিশোধ করতে না পারলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয় এবং জেলখানায় যেতে হয়। তিনি বলেন, উপজাতিদের জন্য আয়কর ফ্রি কিন্তু বাঙালিদের দিতে হয়। অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা গরিব থেকে গরিব হচ্ছে আর উপজাতিরা দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে। আয়কর প্রদানে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের জন্য একই নিয়ম চালু করা উচিত। ঐক্য পরিষদেই প্রধান সমন্বয়কারী তৌহিদ আজাদের সভাপতিত্বে এবং সমন্বয়ক এডভোকেট ইব্রাহিম মুজাহিদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বকর, শ্রমিক কল্যাণ ফেডারেশন  চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, বান্দরবান জেলা নাগরিক পরিষদের সাবেক সভাপতি আতিকুর রহমান, ছাত্র পরিষদের  কেন্দ্রীয় সভাপতি ছাদেক, ছাত্রশিবির বান্দরবান জেলার সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

এত বৈষম্য কেন? চট্টগ্রামের পার্বত্য এলাকায় বাঙালিরা না থাকলে অনেক আগেই সেখানে সার্বভৌমত্ব লংঘিত হতো। এটা মনে রাখবেন।

ইয়াকুব (দেশের সার্বভ
৬ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:০২ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status