ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

যে পাঁচ উপলক্ষে নারী ক্রিকেট দলের এত উদ্‌যাপন

স্পোর্টস ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, শনিবার
mzamin

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শততম টি-টোয়েন্টি আর অভিষিক্ত তাজ নেহারের জন্মদিন ছিল পূর্বনির্ধারিত। পরে যোগ হয়েছে আরও তিনটি উপলক্ষ। ১০ বছর পর বিশ্বকাপে জয়, নাহিদার ১০০ উইকেট ও ফাহিমার ৫০তম টি-টোয়েন্টি উইকেট। সবমিলিয়ে একদিনেই উদ্‌যাপনের জন্য ৫টি উপলক্ষ হাজির বাংলাদেশ নারী দলের সামনে। তাই উদ্‌যাপনটাও হলো বড়সড়। বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারায় বাংলাদেশ। বিশ্বকাপে ১৬ ম্যাচ পর জয় দেখলো বাংলাদেশের মেয়েরা। একই দিনে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি ম্যাচের মাইলফলক স্পর্শ করেন ২০১৫ সাল থেকে জাতীয় দলে খেলা  জ্যোতি। এদিনই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা আক্তার। আরেক স্পিনার ফাহিমা খাতুন স্পর্শ করেন ৫০ উইকেটের মাইলফলক। ম্যাচের পর রাতে দলের টিম হোটেলে আয়োজন করা হয় অধিনায়ক জ্যোতির শততম ম্যাচ, নাহিদার শততম উইকেট ও তাজ নেহারের জন্মদিন উদ্‌?যাপন অনুষ্ঠান। জ্যোতি ও নাহিদার হাতে মাঠের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সাজানো একটি করে স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হাশান তিলকারত্নে। আর তাজ নেহারের জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক। ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেন, ‘আমার জীবনের বড় অর্জন এটি। যখন শুরু করেছিলাম, তখন কল্পনাও করিনি এত দূর আসবো। আর আজকের দিনে ১০০তম ম্যাচ খেলে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ম্যাচ জিতে।’ তিনি বলেন, “ধন্যবাদ আমাকে গর্বিত অনুভব করানোর জন্য। কারণ, আমি জানি মেয়েদের ক্রিকেটের জন্য এটা কত বড় অর্থ বহন করে। শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই। একইভাবে আমাদের কোচিং স্টাফ এবং বিসিবিতে আমাদের ওপরে যারা আছেন, তাদের জন্যও। সব সময় একটা কথা শুনি, ‘তোমরা কিছু করো, তাতে (তোমাদের পক্ষে) আমরা কিছু বলতে পারবো।’ আমার চাওয়া, আমরা যেন ওপরের দিকে আমাদের কথা বলার সুযোগ করে দিতে পারি।”

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status