বাংলারজমিন
শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত
বাংলারজমিন ডেস্ক
(১ মাস আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৬ অপরাহ্ন
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভোগাই ও চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গ্রামগুলো প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।
ঝিনাইগাতীর মহারশি নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার, বিভিন্ন গ্রাম ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এছাড়া নালিতাবাড়ীর ভোগাই নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১৬.৫৫ মিলিমিটার, পাহাড়ি নদী চেল্লাখালির পানি ২১.৯৫ মিলিমিটার এবং ভোগাই নদীর দুটি পয়েন্টের পানি ২১.৯৫ মিলিমিটার ও ১৭.১৪ মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা ভারী বর্ষণের ফলে এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে ও উপচে পানি লোকালয়ে প্রবেশ করে দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানায় পাউবো।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবন এলাকার মধ্যে পড়েছে । তাছাড়া নদনদী ভরাট হওয়ার কারণে দুর্যোগের মাত্রা বৃদ্ধি পায়। যত দিন যাচ্ছে বন্যার পানি বাহিত পলিমাটি এসে নদী আরো ভরাট হচ্ছে। যদি সম্ভব হয় নদী গুলি খনন করলে দুর্যোগের মাত্রা হ্রাস পাবে । নৌপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজের চিন্তার সময় এসেছে। বিশেষ করে পণ্য পরিবহণ করলে খরচ কমবে ।