বাংলারজমিন
সিলেটের সকল স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপনের দাবি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৪ অক্টোবর ২০২৪, শুক্রবারজাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় নগরীর দক্ষিণ সুরমার ইছরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইছরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শরীফ উদ্দিনের সভাপত্বিে ও নিসচা সিলেট জেলা শাখার সদস্য ও দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হাসিবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নিসচা সিলেট জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু, বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা শাখার গণসংযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, বিশিষ্ট সমাজসেবী আবুল হাসনাত, নিসচা সিলেট জেলা শাখার সদস্য তাওহীদুল ইসলাম, ফাহিম আহমদ, মো. মাজিদুর রহমান মাছুম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নিয়াজ আহমদ, ছাত্রনেতা সাকের রহমান, ছাব্বির আহমদ প্রমুখ। শিক্ষার্থী সমাবেশে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা হচ্ছে গাড়ি পার্কিং সমস্যা। সুন্দর নগরী গড়তে হলে এখন থেকে বিভিন্ন মার্কেট ও বহুতল ভবনে গাড়ি পার্কিংয়ের নিজস্ব ব্যবস্থা রাখতে হবে।