ঢাকা, ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

ক্যারিয়ারের শেষ টেস্টটা কি খেলে ফেললেন সাকিব?

স্পোর্টস রিপোর্টার
২ অক্টোবর ২০২৪, বুধবার
mzamin

নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেটারদের অন্যতম সাকিব আল হাসান। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লীগে খেলা বাংলাদেশের একমাত্র ক্রিকেটারও তিনি। বিশ্বের সেরা অলরাউন্ডার, বাংলাদেশ সরকারের এমপি, নাম যশ কি ছিল না সাকিব আল হাসানের। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও তার কাছে চ্যালেঞ্জের মুখে থাকতেন। তার ভক্তরাও তাকে বিসিবি সভাপতি হিসেবেও ভাবতে শুরু করেছিলেন। সেই সাকিব চেয়েছিলেন ঘরের মাঠে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে। কিন্তু ঘরের মাঠ থেকে টেস্ট ক্রিকেট বিদায় বলার যে আকাঙ্ক্ষা তার, সেটা আর পূরণ হচ্ছে না! মনে হচ্ছে ভারতের কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন তিনি। গত ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন সাকিব। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাম লেখানোর পরই সাকিব আল হাসান রাজনৈতিকভাবে একটি পক্ষের বিরাগভাজন হয়ে ওঠেন। এরপর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাকিবের ভূমিকা ছিল পুরোপুরি আওয়ামী সরকারের পক্ষে। আন্দোলনের উত্তাল দিনগুলোতে নিউ ইয়র্ক এবং কানাডায় সময় কাটিয়েছেন তিনি। ছাত্র-জনতার প্রত্যাশা ছিল তিনি অন্তত সরকারের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেবেন এবং ছাত্র-জনতাকে নৈতিক সমর্থন জানাবেন। কিন্তু তার প্রতি প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ হয়নি। ফলে ৫ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে সাকিব আল হাসানকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এমনকি তার নামে হত্যা মামলা পর্যন্ত করা হয়। বাংলাদেশ দলের হয়ে পাকিস্তান সফরের সময় তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবি‘র কাছে লিগ্যাল নোটিশও পাঠানো হয়। সর্বশেষ সাকিবের নামে দুদকেও দুর্নীতির অভিযোগ তোলা হয়। এমনকি শেয়ার কারসাজিতে সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়। এত সব পরিস্থিতিতে সাকিব আল হাসান আর কতোদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবেন, সে শঙ্কাই দেখা দেয় সবচেয়ে বেশি। ভারতের বিপক্ষে সিরিজ খেলার জন্য তিনি ইংল্যান্ড থেকে চেন্নাইতে এসে দলের সঙ্গে যোগ দেন। চেন্নাই টেস্টের পর সবাই যখন কানপুর টেস্টের জন্য অপেক্ষায়, তখনই সাকিব নিজে জানিয়ে দেন টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে বিদায়। গত বিশ্বকাপেই জাতীয় দলের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। আর টেস্টকে বিদায় জানাতে চান অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে। এ নিয়ে বিসিবি’র সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে সাকিব আশা করেন, তার জন্য বিসিবি সুন্দর একটি আয়োজন করবে। অন্তত টেস্ট ক্রিকেটকে ঘরের মাঠ থেকে বিদায় জানানোর অনেক বেশি আকাঙ্ক্ষা তার। সাকিবের এমন চাওয়ার পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দেন, তারা সব আয়োজন করতে প্রস্তুত কিন্তু সাকিবের নিরাপত্তার দায়িত্ব তারা নিতে পারবেন না। এ নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। সর্বশেষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় পরিষ্কার হলো, সাকিবের দেশে ফেরা আর হবে না হয়তো। কারণ, তিনি জানিয়েছেন, খেলোয়াড় সাকিবের নিরাপত্তা দেয়াই আছে; কিন্তু রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা তারা দিতে পারবেন না। জনমনে যে ক্ষোভ রয়েছে, সেটা সঞ্চারিত হলে নিরাপত্তা বিঘ্নিত হতেও পারে। সাকিব আল হাসান যদি দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে দেশে আসতে না পারেন এবং অবসর ঘোষণা নিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে কানপুরেই শেষ টেস্ট খেলে ফেলেছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাইতো সেখানে সংবাদকর্মী তাকে কানপুরে দিলেন অঢেল সম্মান। উপহার হাতে তুলে দিয়ে বিদায় জানিয়েছেন। কানপুর টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব, সবার আগ্রহ ছিল ব্যাটিংটা কেমন হয়! দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিংয়ে এলেন সাকিব তখন ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে ধসে পড়েছে বাংলাদেশ। ইনিংসটাকে ধরে রাখতে দলের ভীষণ প্রয়োজন ছিল সাকিবের অভিজ্ঞতা। ক্রিজে কয়েক মুহূর্ত হতাশায় ভোগা এক সাকিবকে দেখা গেল কানপুরে, হয়তো এটাই তার শেষ টেস্ট বলে মনে মনে ধরে নিয়েছেন তিনি। শেষ বেলাতে দলের নায়ক হতে পারতেন কিন্তু তা হলো না। দুই বল খেলে শূন্য রানে আউট হলেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পথচলা শুরু হয় সাকিবের। ওই বছরই একই দলের বিপক্ষে সীমিত ওভারের অন্য সংস্করণ টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। পরের বছর ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে চক্রপূরণ হয় বাংলাদেশি অলরাউন্ডারের। সেই শুরু এরপর বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ অংশ হন তিনি। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ৭১ টেস্টে ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৪৬০৯ রান করেন সাকিব। অন্যদিকে বল হাতে ২৪৬ উইকেট নেন তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে যেহেতু দীর্ঘ সংস্করণের ক্রিকেট ছাড়বেন সেহেতু তার রান ও উইকেট সংখ্যা আরও বাড়বে, তা না বললেও চলে। তবে ১২৯ ম্যাচেই থেমে গেছে তার টি-টোয়েন্টি ক্রিকেট। ১৩ ফিফটিতে ২৫৫১ রান করেছেন তিনি। আর ১৪৯ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। আর আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত হয়তো ওয়ানডে সংস্করণে পাওয়া যাবে তাকে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status