বাংলারজমিন
নাগেশ্বরীতে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবারকুড়িগ্রামের নাগেশ্বরীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ১টার দিকে পৌরসভার ফুলবাড়ী উপজেলার উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ফজিলা বেগম (৩২) কে আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলবাড়ী উপজেলা থেকে আসা একটি অটোরিকশা নাগেশ্বরী কলেজ মোড়ে আসলে গতিরোধ করেন। এ সময় পুলিশের গতিবিধি টের পেয়ে আরেক কারবারি আব্দুল মোতালেব পালিয়ে যায়। পরে ফজিলা বেগমকে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করে তার কোমরে ১০টি পোটলায় মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আটক ফজিলা বেগম জানায় পলাতক মোতালেব তাকে ২ হাজার টাকার বিনিময়ে হেরোইনের পোটলা গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে সঙ্গে নিয়ে আসে। পরে কলেজ মোড়ে এসে আটক হয় সে। কিন্তু পালিয়ে যায় মূল কারবারি মোতালেব। পলাতক মোতালেব (৪৫) ফুলবাড়ী উপজেলার কাশেম বাজার এলাকার সৈয়দ আলীর ছেলে বলে জানায় সে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীকে মাদক মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।