ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেটে যুবদলের কমিটিতে জাবেদ প্রত্যাখ্যান মিছিল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

একটি নামকে কেন্দ্র করে জেলা ও নগর যুবদলের কমিটিকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে সিলেটে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। দিনভর আলোচনার পর বিকালে দুটি কমিটিকে প্রত্যাখ্যান করে নগরে বিক্ষোভ হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ ২১ বছর প্রতীক্ষার পর বুধবার মধ্যরাতে সিলেট জেলা ও নগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আর কমিটির তালিকা সিলেটে আসামাত্র তোলপাড় চলছে। যে নামটি ঘিরে নগর যুবদলের কমিটিতে তোলপাড় হচ্ছে সে নাম হচ্ছে এনামুল হক জাবেদ। তাকে নগর যুবদলের ২২ নম্বর সহ-সভাপতি করা হয়েছে।

যুবদলের অনেক নেতাই দাবি করেছেন; এনামুল হক জাবেদ হচ্ছে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা। যুবলীগের নেতাদের সঙ্গে উঠবস করতেন। এ সংক্রান্ত অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন। এতে কখনো দেখা গেছে জাবেদ কখনো স্বেচ্ছাসেবক লীগের মিছিলের অগ্রভাগে, আবার কখনো জেলা যুবলীগ নেতাদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। তবে; সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হওয়ার পর ঢাকায় অবস্থানরত জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান; তারা অতীত দেখেই বর্তমান কমিটিতে জাবেদকে এনেছেন। ছবিসহ প্রমাণ তুলে ধরে তিনি বলেন,  স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য হিসেবে জাবেদ রয়েছে। একইসঙ্গে সে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র কমিটির সদস্য হিসেবে বিগত সম্মেলনে অংশ নিয়ে ভোটও দিয়েছে। এ ব্যাপারে এনামুল হক জাবেদ মানবজমিনকে জানিয়েছেন, তিনি স্বেচ্ছাসেবক লীগ কিংবা যুবলীগের কমিটিতে কখনোই ছিলেন না। তিনি বিএনপি করেছেন, এখনো করছেন। বিএনপিকর্মী হওয়ার কারণে বিগত ১৫ বছর তিনি পালিয়ে বেড়িয়েছেন। এদিকে- বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষিত দুটি কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বের হওয়া মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচির সময় বঞ্চিত নেতারা অবিলম্বে ঘোষিত দুটি কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। একইসঙ্গে তারা জেলা যুবদল সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। মিছিলের নেতৃত্বে থাকা যুবদল নেতা এনামুল হক বলেন, টাকা খেয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সীমান্ত চোরাচালানী, প্রবাসীসহ আন্দোলন-সংগ্রামে ছিলেন না এরকম নেতাদের গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। এ ছাড়া; স্বেচ্ছাসেবক লীগ থেকে নেতাদের এনে সহ-সভাপতির মতো পদ দেয়া হয়েছে। তিনি বলেন, এ কমিটি দ্রুত বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সার্বিক বিষয় অবগত করবেন বলে জানান। মিছিলে যুবদল নেতা শিহাব খান, কৃষ্ণ দাস, হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, ফাহিম আহমদসহ কয়েকজন নেতা মিছিলে ছিলেন। এর আগে বুধবার রাতে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ২৫২ সদস্য জেলা কমিটি অনুমোদন দেন। পূর্ণাঙ্গ কমিটিতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি, মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক ও মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একইভাবে নগর যুবদলের কমিটি অনুমোদন  দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটিতে শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেককে সভাপতি, মির্জা মোহাম্মদ সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. উমেদুর রহমান উমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। যুবদল নেতারা জানিয়েছেন, ২০২২ সালের সেপ্টেম্বরে সম্মেলনের মাধ্যমে জেলা নগর যুবদলের কমিটি গঠন করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠনে দুই বছর লেগে গেছে।

 

পাঠকের মতামত

স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকে যারা সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি বানিয়েছে। ৬ জন প্রবাসী কে সম্পাদকীয় পোষ্ট দেয়া হয়েছে। এই দালালদের দল থেকে বহিষ্কার করুন।

ইকবাল
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৯:৩৮ অপরাহ্ন

যারা ঝারু মিছিল করে, তাদের কর্মকাণ্ড কখনো দলের আদর্শের সাথে মিলতে পারে না,,তারা আন্দোলনে কোথায় ছিল,,,ত্যাগী নেতাদের মূল্যায়ন হয়েছে নবগঠিত কমিটিতে।

মোঃ মিফতাউল ইসলাম রা
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:০৬ অপরাহ্ন

ঝাড়ু মিছিল করে লাভ কি? কোন অভিযোগ থাকলে সাংগঠনিক ভাবে অভিযোগ করা যেতো অথবা সংবাদ সম্মেলন করে সুশৃঙ্খল ভাবে কর্মসূচি পালন করা যেতো। ঝাড়ু মিছিল করে কি বার্তা দিচ্ছি রাজনীতিতে???

মোহাম্মদ শাহজাহান চৌ
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫:২৬ অপরাহ্ন

দলের ভিতর গনতন্ত্র নেই, এই হানাহানি সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলবে।

Khan.
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:৪৮ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status