ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশে পেসারদের উত্থানের কৃতিত্ব মুমিনুলের: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

সাম্প্রতিক বছরগুলোতে স্পিনারদের সঙ্গে পেসাররাও বাংলাদেশ দলের জয়ে অবদান রাখছেন। গেল পাকিস্তান সিরিজেও দলের সাফল্যে সবচেয়ে বেশি অবদান রাখেন পেসাররা। তাদেরই মাটিতে পাকিস্তানকে ২-০তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। আর বাংলাদেশে পেস বোলারদের উত্থানে মুমিনুল হককে কৃতিত্ব দিলেন তামিম ইকবাল। বাংলাদেশের টেস্ট একাদশে কয়েক বছর আগেও স্পিন নির্ভরতা ছিল। ১ পেসার নিয়ে একাদশ সাজানোর ঘটনাও আছে একাধিক। আর স্পেশালিস্ট পেসার ছাড়াও টেস্ট খেলেছে টাইগাররা। তবে পরিস্থিতি এখন বদলে গেছে। একদল দুর্দান্ত পেসার আছে এখন বাংলাদেশের। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদের সঙ্গে সর্বশেষ নাহিদ রানা। ইবাদত আহমেদও চোট কাটিয়ে দ্রুত মাঠের ফেরার পথে আছেন। ঘরোয়া ক্রিকেটেও বেশ ক’জন প্রতিশ্রুতিশীল পেসার আছে, যারা ভবিষ্যতে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারেন। সর্বশেষ পাকিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে পেসাররা নেন পুরো ১০ উইকেট। ওই ইনিংসে ৫ উইকেট নেওয়া হাসান মাহমুদ একাই গতকাল ভারতের টপ অর্ডার ধ্বসিয়ে দেন। সবমিলিয়ে এখন বাংলাদেশের টেস্ট দলের মূল ভরসা হয়ে উঠেছেন পেসাররা। শুধু টেস্ট নয় ওয়ানডেতেও পেসাররাই এখন ছড়ি ঘোরান। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং ইবাদত হোসেনের সমন্বয়ে গড়া পেস অ্যাটাক নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন। চলতি বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন খেলার বাইরে থাকা বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল। সেখানেই পেস বোলারদের নিয়ে তামিম বলেন, ‘অনেকে ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ডের (বাংলাদেশের সাবেক বোলিং কোচ) কথা বলবেন। কিন্তু আমার মতে বাংলাদেশে পেস বোলারদের উত্থানে সবচেয়ে বড় কৃতিত্ব মুমিনুলের।’ এর ব্যাখায় জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘একটা সময় ছিল যখন ঘরোয়া ক্রিকেটে আমাদের পেসাররা দিনে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পেতো। অধিনায়ক হওয়ার পর সব দলের কোচ-অধিনায়কের সঙ্গে কথা বলে এই কালচারে পরিবর্তন আনেন মুমিনুল। সে নিশ্চিত করেছে পেসাররা যেন অন্তত ১৫-২০ ওভার বোলিং করতে পারে। আমি তার অধীনে খেলেছি। ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচে আমি তাকে স্পিনারদের আগেভাগে আনতে বললে সে আমাকে বলেছিল পেসাররা এখন যদি বোলিং করতে না পারে, তাহলে কখনোই শিখবে না।’
২০১৯ সালে সাকিব আল হাসান নিষিদ্ধ হলে অধিনায়কত্ব পান মুমিনুল হক। তার অধীনে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জেতে বাংলাদেশ। সেখানেও ছিল পেসারদের দাপট। ইবাদত হোসেন দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। তার অধিনায়কত্বেই ধীরে ধীরে স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে আসে বাংলাদেশ।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status