বাংলারজমিন
মাথা ন্যাড়া করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারমাথার চুল ছেঁটে ন্যাড়া হয়েও রেহাই পেলেন না রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন র্যাবের হাতে। গত মঙ্গলবার তাকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব-১৩। গতকাল বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশি রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক মো. আসাদুজ্জামান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ১৮ই জুলাই নগরীর তাজহাট ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে অটোরিকশাচালক মানিক মিয়া, ১৯শে জুলাই রংপুর সিটি করপোরেশনের সামনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম এবং ৪ঠা আগস্ট নগরীর ভাঙ্গা মসজিদের সামনে শিক্ষার্থী মাহমুদুল হাসান নিহতের ঘটনায় ৪টি হত্যা মামলাসহ ৫টি মামলায় তুষার কান্তি মণ্ডলকে আসামি করে মামলা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।