ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শিবচরে তরুণরা সবাই এক: সোহেল রানা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারmzamin

সিনিয়রদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শিবচরে তরুণেরা সবাই এক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সোহেল রানা। শনিবার বিকালে বৈরী আবহাওয়ার মধ্যেই বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত সকল শহীদসহ জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শিবচরে ছাত্রদলের উদ্যোগে শোকসভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সোহেল রানা বলেন, শিবচর উপজেলা বিএনপি’র যে তরুণ সমাজ, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। তরুণেরা দল, মত, গ্রুপ এবং এলাকানির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে। তিনি বলেন, আমরা কেউ উচ্চাকাঙ্ক্ষী নই, কেউ দলের নমিনেশন প্রত্যাশী নই। আমরা যারা বিএনপি করি, গত ১৭টা বছর যে ক্রান্তিকাল পার হয়েছি, তারা সবাই একত্রিত হয়েছি। আমাদের যুদ্ধ শেষ হয়নি। যারা আমাদের সঙ্গে ছিল, যে সহযোদ্ধারা পাশে ছিলেন, তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের রাজনীতিতে কীভাবে কাজ করা যায় তা নির্ধারণ করতে হবে। অনুপ্রবেশকারীদের দ্বারা দল যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুপ্রবেশকারীদের দ্বারা দল অতীতে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে যেন না হয়। এসময় পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, সদস্য সচিব সাইদুর ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শিহাব, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status