খেলা
বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল, তবুও অখুশি কোচ
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারপেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জিতলো রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এমন জয়েও মন ভার রিয়ালের ইতালিয়ান কোচ কার্লোস আনচেলত্তির। বললেন, ‘এই জয় আমাদের প্রাপ্য ছিল না।’ শনিবার রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতলো লা লিগার পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জয়ের মাধ্যমে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট তালিকার ব্যবধঅন কমালো রিয়াল।
অবশ্য দলের পারফর্মে কিছুটা অখুশি আনচেলোত্তি প্রশংসা করেছেন এমবাপ্পেকে নিয়ে। তিনি বলেন, ‘এমবাপ্পেকে বেশ তরতাজা দেখাচ্ছে, বল পায়ে সে এখন আরও বেশি সক্রিয়। সে অন্য দলের জন্য এখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। ভিনিসিয়ুস ও অন্য ফরোয়ার্ডদের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। সে উন্নতির মধ্যে আছে। তার খেলা আমার অনেক ভালো লেগেছে।’
লা লিগায় শনিবার রাতের ম্যাচেও গোল পান রিয়ালের হয়ে পঞ্চম ম্যাচ খেলা এমবাপ্পে। প্রথম তিন ম্যাচে গোলশূন্য থাকায় পর বেশ সমালোচিত হন তিনি। চতুর্থ ম্যাচে জোড়া গোল এবং পঞ্চম ম্যাচে আরও ১ গোল করলেন তিনি।
এমবাপ্পে নিজের উন্নতি ও ভিনিসিয়ুসের সঙ্গে বোঝাপড়া নিয়ে বলেন, ‘প্রতি ম্যাচেই আমরা আরও ভালো অনুভব করছি। দল, কোচ ও সতীর্থদের কী প্রয়োজন, আমি বুঝতে পারছি। ভিনিসিয়ুস ও আমি ম্যাচের মধ্যে একে অপরকে খুঁজে নেয়ার চেষ্টা করি এবং অনুশীলনেও সেই সংযোগ খোঁজার চেষ্টা চলে। সে দারুণ একজন খেলোয়াড়।’
শনিবার রাতে রিয়ালের কাঙ্ক্ষিত গোলটি আসে ম্যাচের ৫৮তম মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করেন ভিনিসিয়ুস। এরপর ভিনিসিয়ুস বক্সের ভেতর ফাউলের শিকার হলে আবারো পেনাল্টি পায় রিয়াল। তবে এবার ভিনিসিয়ুসের বদলে পেনাল্টি নেন এমবাপ্পে। নিখুঁত শটে ৭৫তম মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে।
ম্যাচ শেষে আনচেলোত্তি আরও বলেন, ‘এই ম্যাচটা কঠিন ছিল। সম্ভবত জয়টা আমাদের প্রাপ্য ছিল না। কারণ রিয়াল সোসিয়েদাদ খুবই ভালো খেলেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। তারা খুব ভালো খেলেছে।’
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে রিয়াল। ৪ ম্যাচে ৪ জয়ে বার্সার পয়েন্ট ১২। আর ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১১।