ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

গণঅভ্যুত্থানে শহীদদের নামে হবে বাফুফে’র চ্যালেঞ্জ কাপ

স্পোর্টস রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

২০২৪-২৫ মৌসুমের তিন প্রতিযোগিতার সূচি চূড়ান্ত হয়েছে। প্রিমিয়ার লীগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন-দুই দলের মধ্যে হওয়া চ্যালেঞ্জ কাপের ‘নাম বদল’ও হয়েছে রাষ্ট্রক্ষমতার পালাবদলে। তবে এখনও নতুন মৌসুমের লীগের ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বৈঠকে বসেছিল পেশাদার লীগ ম্যানেজমেন্ট কমিটির আওয়াতাধীন ২০২৪-২৫ মৌসুমের ওয়ার্কিং উপ-কমিটি। সেখানে একাধিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে একটি চ্যালেঞ্জ কাপের নামকরণ। শুরুতে এটি দেশের কিংবদন্তি ফুটবলারদের নামে করার সিদ্ধান্ত ছিল, সেটি এখন করা হবে গণঅভ্যুত্থানে শহীদদের নামে। ৪ঠা অক্টোবর মৌসুম শুরুর কথা থাকলেও তা ১১ই অক্টোবর থেকে শুরু হবে চ্যালেঞ্জ কাপ দিয়ে। ১৫ই অক্টোবর মাঠে গড়াবে ফেডারেশন কাপ। কাপের খেলা চলার মধ্যেই ১৮ই অক্টোবর শুরু হবে প্রিমিয়ার লিগ। তবে, এখন পর্যন্ত লিগের ভেন্যু চূড়ান্ত হয়েছে মাত্র তিনটি। বাকিগুলো আছে ঝুলে। কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান চ্যালেঞ্জ কাপের নামকরণ নিয়ে বলেছেন ‘পরিবর্তিত পরিস্থিতি’র কথা। ভেন্যু চূড়ান্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর নেওয়া হবে সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, চ্যালেঞ্জ কাপ আমরা প্রতিবছর আয়োজন করবো, আমাদের কিংবদন্তি ফুটবলারদের নামে করবো, এ বছর পরিবর্তিত পরিস্থিতির আলোকে এবার আমরা জুলাই শহীদদের স্মরণে এটির নামকরণ করবো। লীগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যে হবে এটি।”
ইমরুল হাসান বলেন, ‘ক্লাবগুলো বিভিন্ন ভেন্যুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল, সবগুলো ভেন্যু আমরা চূড়ান্ত করতে না পারলেও দু-একটি ভেন্যু আমরা চূড়ান্ত করেছি। বাকি ভেন্যুগুলোর ব্যাপারে এনএসসি ও ভেন্যুর ডিসিদের সাথে আলাপ করে ক্লাব ও ফেডারেশন সিদ্ধান্ত গ্রহণ করবে।’ আপাতত বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম চূড়ান্ত হয়েছে। এছাড়া কয়েকটি মাঠ বিবেচনায় আছে বলে জানালেন ইমরুল। তিনি বলেন, “আপাতত আমাদের মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লা ও ময়মনসিংহ ভেন্যু মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। মুন্সিগঞ্জে আর্মি ক্যাম্প থাকলেও এই সময়ের মধ্যে সেটা হয়তো সরে যাবে, আমরা ভেন্যু হিসেবে পেতে পারি। দুটি নতুন ভেন্যুর নাম এসেছে ক্লাবগুলোর পক্ষ থেকে, গাজীপুর ও মানিকগঞ্জ। এ দুটি ভেন্যু আমাদের বাফুফের প্রতিনিধিরা পরিদর্শন করেছে। হয়তো এ দুটি ভেন্যুর যে কোনো একটি বা পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ক্লাবগুলো যদি নতুন কোনো ভেন্যুর প্রস্তাব করে, তাহলে সেগুলো আমরা বিবেচনায় নেবো।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status