খেলা
ক্রিকেটারদের সভায় তামিম কোন ভূমিকায়, ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি
স্পোর্টস রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবারতামিম ইকবাল জাতীয় দলের বাইরে এক বছরের বেশি সময় ধরে। কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা এ নিয়েও রয়েছে সন্দেহ। তবে গত কয়েকদিন ধরে তাকে নিয়মিত বিসিবিতে দেখা যাচ্ছে। ১২ই সেপ্টেম্বর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এ সময় ছিলেন তামিম ইকবালও। কিন্তু জাতীয় দল থেকে দূরে থাকা এই ক্রিকেটারের ওখানে হাজির থাকা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। এর সঙ্গে যোগ হয় তার পরিচালক হওয়ার গুঞ্জন। গতকাল তামিমের উপস্থিত থাকার বিষয়টি পরিষ্কার করেন ফারুক আহমেদ।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গতকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেটারদের বোনাস দেয় বিসিবি। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। সেখানে তামিমকে নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’ তবে কোন ভূমিকায় তামিম গিয়েছিলেন এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন বিসিবি সভাপতি। বলেন, ‘আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছেন তামিম)। অবসর নিয়েছে নাকি?’ আর ক্রিকেটারদের সঙ্গে আলাপের বিষয় নিয়ে ফারুক বলেন, ‘এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লীগগুলো, বিপিএল- এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।’ সভাপতি হিসেবে ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নিয়েছেন ৩ সপ্তাহের বেশি হয়েছে। এ সময়ে নিজের কাজের অগ্রগতি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় কাজ
করার এরিয়া অনেক বেশি। এক্সট্রা কাজ ও এক্সট্রা ইফোর্ট দিতে হচ্ছে। আমি তো চাই আসলে ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য।’