খেলা
সাউদাম্পটনের মাঠে সহজেই জিতলো ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫০ অপরাহ্ন
ম্যাচের প্রথম ৩০ মিনিট ইউনাইটেডের ওপর ছড়ি ঘোরালো সাউদাম্পটন। তবে পরে ঠিকই নিজেদের গুছিয়ে নিলো রেড ডেভিলরা। আর তাতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।
আজ প্রিমিয়ার লীগের ম্যাচে সাউদাম্পটনের মাঠে ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড। দলটির হয়ে একটি করে গোল করেন মাতিয়াস ডি লিখট, মার্কাস রাশফোর্ড ও আলেহান্দ্রো গারনাচো। ৪ ম্যাচে ২ জয় আর ২ হারে টেবিলের ৮ নম্বরে ইউনাইটেড।
ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি পায় সাউদাম্পটন। ইউনাইটেডের পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো দালত বক্সের মধ্যে সাউদাম্পটনে অভিষিক্ত টাইলার ডিবলিংকে ট্যাকল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ক্যামেরন আর্চারের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা।
৩৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন ডি লিখট। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন ইউনাইটেডের আর্জেন্টাইন ফুটবলার গারনাচো।