ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কক্সবাজারে নবাগত পুলিশ সুপার

যে পুলিশ মানুষকে হয়রানি করবে আমি তাকে হয়রানি করবো

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

যে পুলিশ মানুষকে হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করবো। এক কথায় অতিরঞ্জিত পুলিশিং চলবে না। বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে কক্সবাজার প্রেস ক্লাবসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কক্সবাজারে নবাগত পুলিশ সুপার মুহম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, পেশাদারিত্বের সঙ্গে জনগণের প্রকৃত সেবক হয়ে হয়রানিমুক্ত কাজ করবে পুলিশ। থানাগুলোতে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না। মানুষকে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও জানান এই পুলিশ সুপার।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ-সাংবাদিকদের এভাবেই কাজ করতে হবে, যাতে আয়নায় উভয়ের মুখ জ্বলজ্বল করে। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, আবু ছিদ্দিক ওসমানী, এইচ এম এরশার, হাসানুর রশীদ, আমানুল হক বাবুল, মোস্তফা সরওয়ার, সাইফুর রহিম শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় সাংবাদিকরা বলেন, বিগত ছাত্র-জনতার আন্দোলনের সময় কক্সবাজারে যারা মিছিলে গুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল তাদের দ্রুত গ্রেপ্তার করা, দ্রুত থানাগুলোকে কার্যকর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও পর্যটকসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান তারা।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status