খেলা
পেনাল্টি নিয়ে ক্ষোভ, কলম্বিয়ার বিপক্ষে হারের পর যে বিষয় নিয়ে চিন্তায় স্কালোনি
স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারশুরুতেই গোল হজম করলো ছন্দহীন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে গোল শোধ করলেও আবার পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে হেরে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনাকে আর ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। এটা নিয়েই চিন্তিত আর্জেন্টিনার কোচ স্কালোনি।
কলম্বিয়ার মাঠে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে হারে আর্জেন্টিনা। ইয়ের্সন মসকেরা স্বাগতিকদের প্রথমার্ধে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনজালেস। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেজ। ১২ ম্যাচ (১১ জয়, এক ড্র) পর হারলো আর্জেন্টিনা। সবশেষ তারা হেরেছিল গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে। আর এই জয়ে গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের প্রতিশোধ নিলো কলম্বিয়া। এদিন মূলত চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজেদের প্রমাণ করার বিষয় ছিল আর্জেন্টিনার। তবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এদিন পুরো ম্যাচ জুড়েই ছিল ছন্দহীন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি গোলে দ্বিতীয়বারের মতো পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এরপরের সময়ে দলের পারফর্মেন্স নিয়ে চিন্তায় পড়ে গেছেন স্কালোনি। তিনি বলেন, ‘পেনাল্টির পর আমরা আসলে আমরা মাঠেই ছিলাম না। এটা নিয়েই আমি চিন্তিত।’ তবে পেনাল্টি নিয়ে বিতর্ক আছে। ৬০তম মিনিটে নিকোলাস ওটামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিএআর মনিটর দেখার পর পেনাল্টির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরো মাজা। তার এই সিদ্ধান্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়। পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগেজ। বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে স্কালোনি বলেন, ‘রেফারির উচিত ছিল প্রথম ছবিটি দেখা। যে ছবিতে মনে হয়েছে ও (ওটামেন্দি) তাকে (মুনোজ) স্পর্শ করেছে সেটি নয়। তার শুরু থেকেই ভিডিও দেখা উচিত ছিল। পেনাল্টি নিয়ে আপত্তি আছে লিয়ান্দ্রো পারদেসের। তিনি বলেন, ‘আমার মতে ওটা পেনাল্টি ছিল না। নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে, প্রথমার্ধে হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেনি।’ তবে পেনাল্টি নিয়ে ক্ষোভ থাকলেও কলম্বিয়াকে অভিনন্দন জানান স্কালোনি। তিনি বলেন, ‘আমরা তো হারতে ভুলে গিয়েছিলাম। আমরা কলম্বিয়াকে অভিনন্দন জানাই। পরিস্থিতি অনুযায়ী আমরা ভালো ফুটবল খেলেছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি, এমনকি জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না।’ কলম্বিয়ার প্রশংসায় স্কালোনি বলেন, ‘কলম্বিয়ার দারুণ খেলোয়াড় আছে, নির্ভরযোগ্য সিস্টেম আছে। এখানে ওদের বিপক্ষে খেলাটা খুবই কঠিন। তবে আমাদের জয়ের সুযোগ ছিল, কিন্তু জিততে পারিনি। আমরা সব সময় বলের পেছনে পেছনে থাকি, ওদের ডি-বক্সে কার্যকর থাকি, যেটা আজকে করতে পারিনি। এই বিষয়গুলো ঠিক করতে হবে, উন্নতি করতে হবে।’
এর আগে ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ৫২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে, স্বাগতিকদের ৯ শটের ৫টি লক্ষ্যে ছিল।
ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেজ ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু ক্রস বাড়ান দূরের পোস্টে, আর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন মসকেরা। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের ভুলে সমতায় ফেরে আর্জেন্টিনা। রদ্রিগেজের ভুল পাসে মাঝমাঠের কাছে বল পেয়ে সঙ্গে লেগে থাকা মসকেরার চ্যালেঞ্জ সামলে এগিয়ে যান গনসালেস। বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৬০তম মিনিটে রদ্রিগেসের সফল স্পট-কিকে জয়সূচক গোল পায় কলম্বিয়া।