রাজনীতি
আন্দোলনে আহত ৯ জনের পাশে বিএনপি
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৭:৪৮ অপরাহ্ন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ৯ শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। মঙ্গলবার দলটির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানের উদ্যোগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এসব ব্যক্তির চিকিৎসার খোঁজ নেয়ার পাশাপাশি আর্থিক সহায়তা করা হয়। মামুন হাসান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর-কাফরুল এলাকার যেসব শিক্ষার্থী ও সাধারণ জনতা পুলিশের গুলিতে আহত হয়েছেন তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাদের পাশে দাঁড়িয়েছেন।
জানান গেছে, আহতদের মধ্যে তিনজন আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে, পঙ্গু হাসপাতালে তিনজন এবং সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে আর্থিক সহায়তা করা হয় মামুন হাসানের পক্ষ থেকে।