অনলাইন
আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্য রিমান্ডে
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যের ৪দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ সাময়িক বরখাস্ত ওই দুই পুলিশ সদস্যকে নেওয়া হয়।
এরপর পিবিআই পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিন করে মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার আবু সাঈদ হত্যা মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয় বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. মজিদ আলী।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ই জুলাই পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
ওই ঘটনার একমাসেরও বেশি সময় পর গত ১৯শে অগাস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সাঈদের বড় ভাই রমজান আলী।
এসব চামচিকার বিচার করে কোনো লাভ আছে কি? রাইফেল চালায় হুকুম। এসবের হুকুমদাতাদের বিচার করতে হবে,কঠোর বিচার? হুকুমদাতারা এখনো কিন্তু নিরাপদেই আছে।