খেলা
অস্ট্রেলিয়ায় এইচপিকে জয়ে ফেরালেন জিসান-রিপন
স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারপ্রথম জয়ের পর টানা দুই ম্যাচে হার। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা বাংলাদেশ এইচপি অবশেষে অস্ট্রেলিয়ায় জয়ের দেখা পেলো। বল হাতে রিপন মণ্ডল আর ব্যাট হাতে জিসান আলম জয়ে ফেরালেন দলকে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর জিসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে হারায় সফরকারীরা।
গতকাল অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ এইচপি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সফর জুড়ে দারুণ ছন্দে থাকা রিপন ২৬ রানে নেন ৩ উইকেট। তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত চলতি সফরে ৭ ম্যাচের ৯ ইনিংসে তার শিকার ১৬ উইকেট। এরপর ২০ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে এইচপি। ৩৬ বলে ৫০ রান করে ম্যাচসেরা হন জিসান আলম।
চলতি সিরিজে চার ম্যাচে বাংলাদেশের দলটির এটি দ্বিতীয় জয়। ৯ দলের টুর্নামেন্টে বাকি পাঁচ দলের ঝুলিতেও আছে সমান ৪ পয়েন্ট। তবে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে তিন নম্বরে উঠে গেছে আকবর আলীর দল।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিসান ও তানজিদ হাসান। দু’জন মিলে ৫ ওভারেই স্কোরবোর্ডে জমা করেন ৫০ রান। পঞ্চম ওভারে কাই ব্রাঙ্কারের বলে দুইটি ছক্কা মারেন জিসান।
পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে তানজিদ ফিরলে ভাঙে জুটি। ২ চারে তিনি করেন ১৫ বলে ১৮ রান। এরপর ৪৪ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও জিসান। এদিন শুরুতে ছন্দ পাচ্ছিলেন ইমন। ব্যক্তিগত ১৯ ও ২১ রানে পরপর দুই বলে জীবনও পান তিনি। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এক বল পরই আউট হন ইমন, তার আগে ১ ছক্কায় ২৩ রান করতে খেলেন ২৪ বল।
দলকে একশ পার করিয়ে ১৪তম ওভারে থামেন জিসান। জয়ের খুব কাছে গিয়ে ফেরেন আফিফ হোসেন। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৭ রান। সিরিজের চার ম্যাচে এটিই তার সর্বোচ্চ স্কোর। অধিনায়ক আকবর ও শামীম হোসেন বাকি কাজ সম্পূর্ণ করেন। এর আগে ব্যাটিং করতে নেমে এসিটি কমেটস তৃতীয় ওভারে ইসাম রহমানের উইকেট হারায়। দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সর্বোচ্চ ৩২ রান যোগ করেন মাইকি ম্যাকনামারা ও টায়লার ভ্যান লুন। ম্যাকনামারা করেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান। ২৬ বলের ইনিংসে ৩ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। এ ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন। একই রান খরচে আবু হায়দার নেন ২ উইকেট। একই মাঠে আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি।