ঢাকা, ২১ জুন ২০২৫, শনিবার, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

ইয়ামালের বাবাকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, শুক্রবার
mzamin

স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের বাবা মুনির নাসারাউই এর ওপর হামলা হয়েছে। নতুন মৌসুম মাঠে নামার ঠিক আগে বড় ধাক্কা খেলেন বার্সেলোনার তরুণ তারকা। ইয়ামালের বাবার ছুরিকাহত হওয়ার খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’। বুধবার ইয়ামালের নিজ এলাকা কাতালোনিয়ার মাতারো অঞ্চলে এ ঘটনা ঘটে। এরমধ্যেই কাতালান পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মাতারো পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চতুর্থ আরেক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করার ব্যাপারে কাজ করে যাচ্ছে মাতারো পুলিশ। তবে এখনো পর্যন্ত পুলিশের তদন্তকারীরা নাসারাউইর সঙ্গে কথা বলেনি। তার শারীরিক অবস্থা আরেকটু ভালো হলেই পুলিশ তার জবানবন্দি নেবে। এই ঘটনাটি শুধু কথা-কাটাকাটির কারণেই হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে, আক্রমণকারীরা লামিনের বাবার পূর্ব-পরিচিত কি না, ছুরিকাহতের পেছনে অতীত শত্রুতার ব্যাপার আছে কি না- এসব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এক যুগ পর স্পেনের ইউরো জয়ে বড় ভূমিকা রেখেছেন ১৭ বছর বয়সী ইয়ামাল। এবার নতুন  মৌসুমে বার্সেলোনার হয়ে আরও দুর্দান্ত খেলার অপেক্ষায় তিনি। ঠিক এ সময় বাবার ওপর হামলার ঘটনায় বিপর্যস্ত ইয়ামাল। জানা যায়, ইয়ামালের বাবা মুনির নাসারাউই কাতালোনিয়ার মাতারো অঞ্চলে তার পোষা কুকুরকে নিয়ে এক গাড়ি পার্কিং এরিয়ায় হাঁটছিলেন। সেখানেই কিছু লোকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ওই লোকজন একসঙ্গে তাকে আক্রমণ করে এবং একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে মারাত্মক আঘাত পেলেও ইয়ামালের বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এ ঘটনার আনুষ্ঠানিক তদন্তের ভার পেয়েছে কাতালোনিয়ান আঞ্চলিক পুলিশ। বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরের মাতারো অঞ্চলের রোচাফন্দায় এই হামলা হয়েছে। এখানেই ইয়ামালের বেড়ে ওঠা। তার বাবা ও দাদি এখানেই বাস করেন। ১৭ বছর বয়সী উইঙ্গার ইয়ামাল গোলের পর হাত দিয়ে যে ‘৩০৪’ দেখিয়ে উদ্‌যাপন করেন, তা এই অঞ্চলের পোস্টকোড।
২০২২ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক ইয়ামালের। দ্রুতই নিজেকে মূল দলে প্রতিষ্ঠা করে ফেলেন তিনি। সবশেষ মৌসুমে বার্সেলনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন তিনি। ২০২৩ সালে জর্জিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্পেনের জার্সিতে অভিষেক হয় ইয়ামালের। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩ গোল করেছেন তিনি।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status