রাজনীতি
দেশকে দ্বিতীয়বার ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে: ইসলামী আন্দোলন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৪ আগস্ট ২০২৪, বুধবার, ৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২০ পূর্বাহ্ন
দেশকে দ্বিতীয়বার ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। পাশাপাশি দেশকে ধ্বংস থেকে রক্ষা করতে সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, বর্তমান সরকার বৈষম্য রক্ষা করে চলবে, এটা চাই। যারা নির্দোষ তাদেরকে মুক্তি দিয়ে অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান সরকার সকলের সঙ্গে সমান অধিকার বহাল রাখবে। বিগত সরকারের হাজারো খুন, অন্যায়, জুলুমকে স্বীকার করার কারণে শেখ হাসিনার অবস্থা এ পর্যায়ে পৌঁছেছে। অন্যায়ভাবে জেল খানায় যে সকল আলেম-ওলামা, বিডিআর বা সাধারণ নাগরিক আছে তাদেরকে মুক্তি দিতে হবে।
তিনি বলেন, অন্য কোন রাষ্ট্র আমার দেশের সংবিধান পরিবর্তন করতে আসবে তা জনগণ মেনে নিবে না। আর প্রত্যেক মন্দিরের মধ্যে সিসিটিভি স্থাপনের জন্য সরকার নির্দেশ জারি করুক। সকল সম্প্রদায়ের লোকেরা একত্রে দেশ গড়তে চাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম, কে এম আতিকুর রহমান, ড. বেলাল নূর আজিজী প্রমুখ।