খেলা
১০ বছর পর টি-টোয়েন্টিতে অ্যান্ডারসন!
স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, বুধবার২০ ওভারের ক্রিকেটে জেমস অ্যান্ডারসনকে সর্বশেষ দেখা গেছে ২০১৪ সালে। টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে খেলেছিলেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাদা বলের ক্রিকেটে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালে। এক দশকের বেশি সময় টি-টোয়েন্টি না খেলা সেই অ্যান্ডারসন জানিয়েছেন ২০ ওভারের ক্রিকেটে ফেরার চিন্তাভাবনা করছেন তিনি। সেই প্রত্যাবর্তনটা হতে পারে এই শীতে ইংল্যান্ডের বাইরের কোনো লীগেই। গত মাসেই ইংল্যান্ডের হয়ে বিদায়ী টেস্ট খেলা অ্যান্ডারসনের বয়স এখন ৪২। টেস্ট ক্রিকেট ছাড়ার পর এখন ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন চিরসবুজ এই বোলার। ইংল্যান্ডের জার্সিতে সর্বশেষ ম্যাচটি খেলে ফেললেও ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে শেষ কথাটি এখনো বলেননি অ্যান্ডারসন। সেই অ্যান্ডারসনকে এই বয়সে আবারও টি-টোয়েন্টিতে ফেরার উৎসাহ জুগিয়েছে ১০০ বলের ক্রিকেট দ্য হানড্রেড। দ্য হানড্রেডের খেলা দেখেই নাকি তার মনে হয়েছে, টি-টোয়েন্টি সংস্করণে নতুন বলের বোলার হিসেবে ভালো করা সম্ভব তার পক্ষে।
সেখানে নিজের ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়েই টি-টোয়েন্টির প্রসঙ্গ টেনেছেন অ্যান্ডারসন, ‘বছরের শেষভাগেই সবকিছু পরিষ্কার হতে পারে। এই শীতে টেস্ট দলের দুটি সফর আছে, আমি জানি না ওই দুই সফরে এই (পরামর্শক) ভূমিকা পালন করতে পারব কি না। আমি হানড্রেড দেখেছি, সেখানে দেখলাম প্রথম ২০ বলে বল অনেক সুইং করে। আমি মনে করি, আমি তো এটা করতে পারি, আমি এখনো এ রকম করতে পারি।’
এরপরই টি-টোয়েন্টি ফেরার প্রসঙ্গ টানলেন অ্যান্ডারসন, ‘জানি না, এটা ঠিক কাজ হবে কি না। তবু দেখি, সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কখনো তো খেলিনি।’