অনলাইন
হাসিনার রাষ্ট্রদূত থেকে উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি
(১ মাস আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩০ অপরাহ্ন
শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সুপ্রদীপ চাকমা নবগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে এখনও তার শপথ হয়নি। সচিব পদমর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। তারও আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে সুপ্রদীপ চাকমা অবসরে যান। গত বছরের ২৭ শে জুলাই থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের ওই কর্মকর্তার বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। কর্মজীবনে তিনি মরক্কো, শ্রীলঙ্কা, বেলজিয়াম ও তুরস্কে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক সহিংসতায় হবে
শেখ হাসিনা ছিল দেশের শত্রু, তার দালালরাও দেশের শত্রু, দেশকে যারা ভালবাসেন অবশ্যই দেশের শত্রুদের ব্যাপারে শতর্ক থাকা দরকার। উপদেষ্টা হিসেবে হাসিনার কোনও দালাল যেন স্থান না পায়।
Why BAL nominated president is still there???
উনার জায়গায় পিনাকী ভাট্টাচার্য সঠিক বিকল্প হতে পারে। ব্রিগেডিয়ার জেনারেল অবঃ সাখাওয়াত ছিলেন ১/১১ এর নির্বাচন কমিশনার। তারাই তো ভারতের সাথে যোগসাজশে আওয়ামিলীগকে ক্ষমতায় এনেছিলেন বলে অভিযোগ। সালেহ উদ্দিন আহমদ ছিলেন একই সময়ের গভর্নর। সৈয়দা রিজওয়ানা, শার্মিন মুরশিদ, ফরিদা আখতার এদের সবার বিগত স্বৈরাচারী শাসনামলের অবস্থায় নিয়ে বিতর্ক আছে। কারা এঁদেরকে ঢুকিয়ে দিলো এই সরকারে? এদের উত্তম বিকল্প কি ছিলনা? কেন এদের ইতিহাস বিবেচনা করা হয়নি?
এখনো যথেষ্ট সময় আছে বদলানোর শপথ গ্রহণের আগেই যোগ্য ব্যক্তি কে চাই।
সবার মনেরাখা ভালো, একটি বাগান নষ্ট করার জন্য অনেক গুলো হুতমপেছা লাগে না একটি যথেষ্ট! সুতরাং সবার ভালো এর জন্য এই ধরনের লোকগুলোকে বিরত রাখা উচিত!
If u select wrongly, you have to need correction on it. So. Don't appointment him please....
Suprodip Chankma should not be included in the interim gov, he was part of Hasina's money laundering team.
ওনার জায়গায় সাংবাদিক মহিউদ্দিন খালেদ অথবা ড: দেবপ্রিয় ভট্টাচার্য স্যার দেয়া হোক।
অবশ্যই কউ এখনো আওয়ামীলীগের ওয়ে কাজ করছে।কারণ এই নামটা অবশ্যই কোনো মাধ্যম থেকে এসেছে ।তাকে সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ।
বিতর্কিত লোক এই মুহূর্তে বাদ দেওয়াই ভালো।
Need to replace by Dr. Devopreo Vottacharg or Dr. Shadin Malik. Pls cancel the name of Suprodip Chankma from the list of interim.
সুপ্রদীপ চাকমাকে বাদ দিতে হবে।
এতো এখানে থাইকা তথ্য পাচার করবে
Superdeep chacma Kone Kotahi up Desta hollo Janogon Jante chai
হাসিনার আমলে শুবিধা ভোগি কাওকে এই সরকারে রাখা যাবে না
এক কথা,এক দাবি!হাসিনার লোক চলবে না।
সুপ্রদিপ চাকমার একটা ইন্টারভিউতে দেখলাম, তিনি দাবি করছেন উপদেষ্টা হিসেবে তার দেওয়া হয়েছে সেটা তিনি জানেন না। নিউজ চ্যানেল দেখে তিনি জানতে পারছেন তাকে উপদেষ্টা হিসেবে সিলেকশন করা হয়েছে। কারো অনুমতি ছাড়া এতবড় একটা পদ পেয়ে গেলেন এটা কি অবাক হওয়ার মতো বিষয় নয়? নিশ্চয় তিনি কিছু গোপন করছেন। তার ব্যাপারে তদন্ত হওয়া উচিত। ★ এই প্রথম নিজের নাম প্রকাশ করে কমেন্ট করতে পেরে বেশ ভাল লাগছে।
TAR AI NEYOG "BATIL" KORA HUK. SOIRACHAR KONO SOHO-JOGI K DEKHTE CHAI NA.
ভাইজানেরা, এতো লাফাইয়েন না। লাফানো একটু বেশি হয়ে যাচ্ছে। এর আগেও আমরা অনেক লাফিয়েছি কিন্তু কিছুদিন পর আমাদের হাত পা ভেংগে লুলা ল্যাংড়া হয়ে গেছি।
উনাকে রাখা টিক হয়নি অবিলম্বে বাদ দেওয়া হউক
আওয়ামী লীগের কাউকেই উপদেষ্টা পরিষদে রাখার দরকার নেই।
আওয়ামীলগের সাথে জড়িত কাউকে রাখা ঠিক হবেনা
Mafia lady হাসিনার দালালকে বাদ দেও।
সুপ্রদিপ চাকমার অনেক দুর্নীতি আছে।অনুসন্ধান করুন।শপথ যেহেতু নেয় নাই,উনাকে বাদ দেওয়ার জন্য মানবজমিন উনার দুর্নীতি প্রকাশ করুন।কনকসারোয়ার স্যার এর সাহায্য নিন।উনি হাসিনার দালাল।
এই লোক আওয়ামী সরকারের দোসর ছিল। হাসিনার সকল অপকর্মের দোসর ছিল। এই লোক কে কেন আনা হলো তার মত লোক কি বাংলাদেশে নেই। সবাই খিয়াল রাখবেন যদি কোন সন্দেহ হয় আবার রাস্তায় আসতে হবে। সতর্ক দৃষ্টি রাখবেন সবাই । ধন্যবাদ।
সে উপজাতীয় কোটায় বিসিএস এ ঢুকেছিল। বড় রকমের দূর্নীতি করেছে তুরস্কে আর মেক্সিকোয় পোষ্টিং করার সময়। সারাজীবন ট্রাইবাল কার্ড ব্যবহার করে সুবিধা নিয়েছে। ঠিকমত লিখতে বলতেও জানে না।
আওয়ামী চামচারা কেমন করে অন্তর্বর্তি সরকারে অনুপ্রবেশ করেছে তা ভাবনার বিষয়। অতি বুদ্ধিমানরা যেন খুশির চাপে বুদ্ধ হয়ে না যায়।
হাসিনার দালালকে বাদ দেও।
এটা কোন কোটা থেকে এসেছে। চুপ্পু কোটা নাকি। ছাত্ররা সাধারণ মানুষকে কোটার বিরুদ্ধে আন্দোলন করে দুর্নীতিবাজ হাসিনার দোসর কে কেন সিলেক্ট করলো। এটা শহীদদের রক্তের সাথে বেঈমানী। আঠারো কোটি মানুষের দেশে ভালো মানুষের অভাব পড়েছে নাকি। এক ভদ্দর মহিলাও ইনিয়ে বিনিয়ে হাসিনার কথা বলতো যে কিনা উপদেষ্টা হয়েছে। হাসিনার দোসররা যদি এখনো বহাল তবিয়তে বড় পজিসনে থাকে তাহলে বিপ্লবের মানে কি আমার বোধগম্য হয় না। গণঅভ্যুথান কি সংবিধান সম্মত। এটা তো রাষ্ট্রদ্রোহ। যদি তাই হয় তাহলে কিসের সংবিধান মেনে চলতে হবে। চুপ্পুদের কথা শুনতে র শপথ নিতে হবে
চোর দিয়েই চোর ধরা তাই এই দুর্নীতিবাজ কে উপদেষ্টা বানিয়েছে
This guy got the job as a BCS officer and enjoyed Hasina's favors. HE should not be selected as a member to the interim government under the quota system.
জরুরীভাবে কিছু করুন ছাত্র ভাইয়েরা
জরুরীভাবে কিছু করুন ছাত্র ভাইয়েরা
দুদকে যার নামে মামলা ছিল তাকে কেন নেওয়া হলো, দেশে কি জ্ঞানী লোকের অভাব আছে.....???
দুর্নীতিবাজকে উপদেষ্টা থেকে জরুরী ভিত্তিতে কাল বিলম্ব না করে বাদ দিন। অন্যথায় রক্তদানকারী শহীদদের সাথে বেইমানি করা হবে।
উনার দুর্নীতি নিয়ে অনেক খবর চাওর হচ্ছে..... সেগুলোর কি হবে? আমাকে নিয়ে কোনো দুর্নীতির হিস্ট্রি নাই.... তারচেয়ে আমাকে উনার জায়গায় বসানো হোক।
সুপ্রদিপ চাকমা দূর্নীতিগ্রস্থ। দুদকে তার নামে মামলা ছিল। গত বছর পর্যন্ত সে আওয়ামীলীগ সরকারের অংশ ছিল। সে কীভাবে এ সরকারের উপদেষ্টা হয়? তাকে বাদ দিতে হবে। সে ষড়যন্ত্রকারী হয়ে উঠবে বলা যায়।
স্বৈরাচারের দোসর, ভারতের দালালদের কোন ভাবেই এই সরকারে রাখা যাবেনা।
বিতর্কিত ব্যক্তি কিভাবে কমিটিতে জায়গা পেলো। সর্ষের ভিতরে ভুত।
তাকে রাখলে ছাত্রদের সকল অর্জন ব্যর্থ হয়ে যেতে পারে।
যা শুনতে পাচ্ছি এই এই ভদ্রলোকের ব্যাপারে মনে হয়ে ডক্টোর ইউনুস ভুল করলেন কি না !!!!!!!!!
হয়তো শপথ নিতে দেয়া হবে না।
এই লোকটি নিয়ে যখন প্রশ্ন উঠেছে তাই সরকারের উচিৎ এর জীবন বৃত্তান্ত ভালভাবে জেনে নেয়া।
এই ব্যক্তি কিভাবে উপদেষ্টার লিস্টে আসলো, তা জনগনের জানা প্রয়োজন।
সুপ্রদিপ চাকমা দূর্নীতিগ্রস্থ।দুদকে তার নামে মামলা ছিল। গত বছর পর্যন্ত সে আওয়ামীলীগ সরকারের অংশ ছিল। সে কীভাবে এ সরকারের উপদেষ্টা হয়? তাকে বাদ দিতে হবে।কনক সারওয়ার আজ এ সব তথ্য জানিয়েছেন।
এই দুর্নীতিবাজকে অন্তবর্তী সরকারে না নেওয়ার দাবি জানাই
অবিলম্বে বের করে দেয়া হোক। ছাত্র-জনতার সাথে বেইমানি ক রে কেউ পার পাবে না। এর দায় সমন্যয়ক এবং interim প্রধান কে নিতে হবে।
এধরণের বিতর্কিত ব্যক্তি না নেয়াই ভালো।
সুপ্রদিপ চাকমা দূর্নীতিগ্রস্থ।দুদকে তার নামে মামলা ছিল। গত বছর পর্যন্ত সে আওয়ামীলীগ সরকারের অংশ ছিল। সে কীভাবে এ সরকারের উপদেষ্টা হয়? তাকে বাদ দিতে হবে।কনক সারওয়ার আজ এ সব তথ্য জানিয়েছেন।
এই চোরকে উপদেষ্টা থেকে বাদ দেয়া হোক
যতটুকু জানতে পেরেছি সুপ্রদীপ চাকমা একজন দুর্নীতি পরায়ন লোক এবং সদ্য পদত্যাগিপ্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ।তাকে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ বাতিল করা হউক।
এই ব্যক্তি কিভাবে উপদেষ্টার দায়িত্বে দেওয়া হয়েছে, উনাকে তাড়াতাড়ি অব্যাহতি দেওয়া হোক।
He is a corrupt person. There were corruption cases filed against him. He was also favoured by Hasina.
দেশে যোগ্য লোকের অভাব তাই!!! স্বৈরাচারের পছন্দের লোককে উপদেষ্টা বানানো হয়েছে সর্ষেতে ভুত ঢুকাতে
suicidal selection.