শেষের পাতা
বিমানবন্দরে পালাতে গিয়ে হাছান মাহমুদ-পলক আটক
স্টাফ রিপোর্টার
৭ আগস্ট ২০২৪, বুধবারপালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আটক হয়েছে। পলক ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু হাছান মাহমুদের গন্তব্য জানা যায়নি। বিমাবন্দর সূত্র দুইজনকে আটকে দেয়ার তথ্য নিশ্চিত করলেও কোন সংস্থা তাদের আটক করেছে এবং কোথায় রাখা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল জুনাইদ আহমেদ পলক ভিআইপি লাউঞ্জ থেকে আটক হন।
ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর নিরাপত্তা কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
ওদিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে ড. হাছান মাহমুদও আটক হন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করে।
এ ছাড়া দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ। গতকাল বিকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।